Printed on Sat Nov 27 2021 5:00:19 PM

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
সারাদেশ
দুই বোনের
দুই বোনের
পটুয়াখালীতে পুকুরে গোসল করতে গিয়ে বৃষ্টি (৯) ও প্রিয়ঙ্কা (১২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সর্ম্পকে মামাতো-ফুফাতো বোন। ১৫ আগস্ট শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। বৃষ্টি তৃতীয় ও প্রিয়ঙ্কা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানান বৃষ্টির বাবা নিখিল ঋষি।

পটুয়াখালী শহরের তিতাসপাড়া এলাকার ঋষিপল্লীর বাসিন্দা নিখিল ঋষি জানান, ঘটনার আগে পরিবারের সদস্যদের সঙ্গে বৃষ্টি ও প্রিয়ঙ্কাসহ অন্য শিশুরা গোসলে ফরেস্ট কলোনির (বর্তমানে মেয়র লেক নামে পরিচিত) পুকুরে যায়। গোসল শেষে বৃষ্টি ও প্রিয়ঙ্কাকে দেখতে না পেয়ে বাড়ির লোকদের খবর দেয়া হয় এবং পুকুরে তল্লাশি চালানো হয়।

এসময় পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রিয়ঙ্কার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জে। তিনি মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

ভয়েস টিভি/পটুয়াখালী প্রতিনিধি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/10106
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ