নাটোরে ফেনসিডিলসহ দুই রেলকর্মী আটক


নাটোরে ফেনসিডিলসহ দুই রেলওয়ে কর্মচারী এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। ৩ মে সোমবার রাত সাড়ে ৮টার দিকে নাটোর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এস্তাবনগর গ্রামের সোলেমান হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী রুবেল হোসেন (২৩), বিরাম পুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে কাওছার আলী (২৬), গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রেলওয়ে নিরাপত্তা কর্মী আলমগীর মিয়া (৩২), ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সন্ধা রুই গ্রামের জালাল আহমেদের ছেলে ও রেলওয়ে ইলেকট্রিশিয়ান আ. করিম (৩৩)।
র্যাব জানায়, র্যাব-৫ সিপিসি-২, নাটোর এর কোম্পানি কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার মির্জা সালাউদ্দিনের নেতৃত্বে নাটোর রেল স্টেশনে অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় ২৮২ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়। আটকরা পঞ্চগড় জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল। পরে আটককৃতদের বিরুদ্ধে বগুড়া জেলার শান্তাহার রেলওয়ে থানায় মামলা রুজু করা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন।
ভয়েস টিভি/এসএফ
আটকরা হলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এস্তাবনগর গ্রামের সোলেমান হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী রুবেল হোসেন (২৩), বিরাম পুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে কাওছার আলী (২৬), গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রেলওয়ে নিরাপত্তা কর্মী আলমগীর মিয়া (৩২), ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সন্ধা রুই গ্রামের জালাল আহমেদের ছেলে ও রেলওয়ে ইলেকট্রিশিয়ান আ. করিম (৩৩)।
র্যাব জানায়, র্যাব-৫ সিপিসি-২, নাটোর এর কোম্পানি কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার মির্জা সালাউদ্দিনের নেতৃত্বে নাটোর রেল স্টেশনে অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় ২৮২ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়। আটকরা পঞ্চগড় জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল। পরে আটককৃতদের বিরুদ্ধে বগুড়া জেলার শান্তাহার রেলওয়ে থানায় মামলা রুজু করা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ