রাতে মাকে নিয়ে দেশ ছাড়লেন সাকিব আল হাসান


দেশ ছাড়ছেন সাকিব আল হাসান। তবে নিউজিল্যান্ডের উদ্দেশে নয়, তিনি যুক্তরাষ্ট্রের বিমানে উঠেছেন রোববার দিবাগত রাতে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মায়ের সঙ্গে আমেরিকার উদ্দেশে যাত্রা করেন দেশসেরা অলরাউন্ডার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডগামী বিমানে উঠবে ২৩ ফেব্রুয়ারি। তবে এ সফরে তিনি থাকছেন না।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে সাকিবের। তবে ওয়ানডে সিরিজে আলো ছড়ালেও ঊরুর চোটে ছিটকে গেছেন টেস্ট থেকে। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে এই দুই সিরিজ শেষে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। এর জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দেশ ছাড়বেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।
এই দলের সঙ্গে নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল সাকিবের। তবে সিরিজ চলাকালীন তৃতীয় সন্তানের পিতা হবেন তিনি। এজন্য বোর্ডের কাছে ছুটি চেয়ে আবেদন করেছিলেন। সাকিবের আবেদন মঞ্জুর করে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য নিউজিল্যান্ড যাওয়া লাগছে না তার।
নিউজিল্যান্ড সিরিজে ডাক পাওয়া ২০ সদস্যের টাইগার স্কোয়াড দেশ ছাড়ার আগে রোববার মাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠেছেন সাকিব। কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায় রোববার দিবাগত রাত ৩টায়। বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান।
এ প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘সাকিব রাতে রওয়ানা করেছে। রাত ৩টার দিকে সে আর তার মা একসঙ্গে গেছে।’
ভয়েস টিভি/ডিএইচ
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে সাকিবের। তবে ওয়ানডে সিরিজে আলো ছড়ালেও ঊরুর চোটে ছিটকে গেছেন টেস্ট থেকে। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে এই দুই সিরিজ শেষে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। এর জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দেশ ছাড়বেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।
এই দলের সঙ্গে নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল সাকিবের। তবে সিরিজ চলাকালীন তৃতীয় সন্তানের পিতা হবেন তিনি। এজন্য বোর্ডের কাছে ছুটি চেয়ে আবেদন করেছিলেন। সাকিবের আবেদন মঞ্জুর করে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য নিউজিল্যান্ড যাওয়া লাগছে না তার।
নিউজিল্যান্ড সিরিজে ডাক পাওয়া ২০ সদস্যের টাইগার স্কোয়াড দেশ ছাড়ার আগে রোববার মাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠেছেন সাকিব। কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায় রোববার দিবাগত রাত ৩টায়। বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান।
এ প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘সাকিব রাতে রওয়ানা করেছে। রাত ৩টার দিকে সে আর তার মা একসঙ্গে গেছে।’
ভয়েস টিভি/ডিএইচ
সর্বশেষ সংবাদ