Printed on Thu Oct 21 2021 10:49:36 AM

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ট্রাক মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
ধর্মঘট
ধর্মঘট
সারাদেশে চলমান ধর্মঘট প্রত্যাহার করেছে পণ্যপরিবহন মালিক ও শ্রমিকরা। ২২ সেপ্টেম্বর বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠক শেষে ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির কর্মবিরতি (ধর্মঘট) প্রত্যাহার করার ঘোষণা দেন। এর আগে ১৫ দফা দাবিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টা ধর্মঘট শুরু করেন পণ্যবাহী পরিবহনের মালিক-শ্রমিকরা।

একদিন পর আজ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এলো। ফলে আজ দিনের বাকি অংশ এবং আগামীকাল বৃহস্পতিবার ধর্মঘট থাকছে না; এখন থেকে চলাচল করবে ট্রাক-কাভার্ডভ্যান ও প্রাইমমুভার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ প্রধান, সড়ক পরিবহন সচিবসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্রমিক-মালিকদের দুই সংগঠনের পক্ষে ১৮ জন নেতা অংশ নেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা তাদের দাবি-দাওয়াগুলো শুনেছি। ১৫টি দাবি তারা যথাযথভাবে উত্থাপন করেছেন। যে দাবিগুলো তাৎক্ষণিকভাবে মনে করেছি যে এগুলো এখনই করা উচিত; বলেছি আমরা ব্যবস্থা নিচ্ছি। আর যেগুলো মনে করেছি সময় লাগবে, সেগুলো আমাদের সচিব মহোদয়রা নোট নিয়েছেন এবং তাদের মন্ত্রণালয় থেকে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেবেন।'

এর মধ্যে মোস্ট ইমপরট্যান্ট যেটা ছিল সেটা আমাদের বিআরটিএ'র চেয়ারম্যান, তিনি একটি টাস্কফোর্স গঠন করে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করবেন; তাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেটা ছিল।

তিনি বলেন, 'অন্যান্য দাবি-দাওয়া যেগুলো ছিল সবগুলো নিয়ে দীর্ঘ আলাপ হওয়ার পরে তারা সন্তুষ্ট হয়েছেন এবং তারা যেসব কর্মসূচি ঘোষণা করেছেন সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত ওনাদের মুখেই শুনবেন।'

মন্ত্রীর এ বক্তব্যের পর ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির কর্মবিরতি (ধর্মঘট) প্রত্যাহার করার ঘোষণা দেন। তিনি বলেন, 'মন্ত্রীর সভাপতিত্বে আজকের এই বৈঠকে আমরা অত্যন্ত সন্তুষ্ট, আনন্দিত। আমরা আমাদের ৭২ ঘণ্টার যে কর্মসূচি ছিল সেটি প্রত্যাহার করে নিলাম।'

এরপর মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মকবুল আহমদও বলেন, 'দীর্ঘ সময়ের বৈঠকে আমরা সন্তুষ্ট হয়ে আমাদের কর্মবিরতী প্রত্যাহার করলাম।'

যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/54148
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ