সিপিবিতে নতুন সভাপতি


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগের কমিটির সাধারণ সম্পাদক পদে থাকা শাহ আলম সভাপতি পদে নিযুক্ত হয়েছেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে আগের কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স নিযুক্ত হয়েছেন।
গোপন ব্যালটে ১ মার্চ সোমবার মধ্যরাত পর্যন্ত কেন্দ্রীয় ও কন্ট্রোল কমিটির নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সিপিবির দ্বাদশ কংগ্রেস। এরপর ৪ মার্চ শুক্রবার সকাল ১০টায় বৈঠকে বসেন নবনির্বাচিত কমিটির সদস্যরা।
ওই বৈঠক থেকেই নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঠিক করা হয়েছে বলে জানা গেছে। দুইবার সভাপতির দায়িত্ব পালন করা আগের কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সদস্য হিসেবে থাকছেন কেন্দ্রীয় কমিটিতে।
ভয়েসটিভি/আরকে
সর্বশেষ সংবাদ