Printed on Sat Jan 22 2022 5:01:56 PM

জাতির পিতার সমাধিতে বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত ভিসির শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
শিক্ষাঙ্গনসারাদেশ
নবনিযুক্ত
নবনিযুক্ত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব।

৬ সেপ্টেম্বর রবিবার দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতিহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন- বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. নুর উদ্দিন আহমেদ, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, প্রকৌশলী এস.এস এস্কান্দার আলী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/13492
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ