Printed on Sun May 29 2022 9:31:42 AM

নব্বইয়ে বিয়ে করলেন আইনজীবী, কনের বয়স ৪০

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
নব্বইয়ে বিয়ে
নব্বইয়ে বিয়ে
নব্বই বছর বয়সে ৪০ বছরের এক নারীকে বিয়ে করলেন কুমিল্লা বার-এর ৫ বারের সভাপতি আইনজীবী মো. ঈসমাইল। সোমবার বিকেলে বিয়ে করেন তিনি।

বিয়েতে ওই আইনজীবীর ৫ ছেলে ১ মেয়ে এবং নাতি-নাতনিরা উপস্থিত ছিলেন। কুমিল্লার এ প্রবীণ আইনজীবীর বিয়ের খবর ছড়িয়ে পড়লে নগরীজুড়ে আলোচনা সৃষ্টি হয়।

বিয়ের বিষয়ে অ্যাডভোকেট মো. ঈসমাইল কারো সঙ্গে কথা বলতে না চাওয়ায় তার কোনো মতামত নেওয়া সম্ভব হয়নি।

জানা গেছে, কনের নাম মিনু আরা। মিনু নামেই পরিচিত তিনি। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তবে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকায় মিনু ভাড়া থাকতেন। তার পরিবার এ বিয়ের সঙ্গে ছিল বলে জানা গেছে।

এদিকে প্রবীণ এ আইনজীবীর বিয়ের খবরে তার সহকর্মী ও অনুজরা গতকাল রোববার সন্ধ্যা থেকেই মিষ্টি নিয়ে বাসায় ভিড় জমান। আইনজীবীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও ফুল ও মিষ্টি নিয়ে নবদম্পতিকে অভিনন্দন জানান।

আরও পড়ুন : কল রেকর্ড ফাঁস বন্ধে হাইকোর্টে ১০ আইনজীবীর রিট

ভয়েসটিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/63663
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ