সড়ক দুর্ঘটনায় দক্ষিণী নায়িকার মৃত্যু


ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়া সূত্রে খবর, গত ১৯ মার্চ এ সড়ক দুর্ঘটনায় মার া যান ওই অভিনেত্রী। তাঁর বয়স হয়েছিলো মাত্র ২৬ বছর। এ নায়িকা ‘ম্যাডাম স্যর ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন।
জানা যায়, ১৯ মার্চ শুক্রবার দোল খেলে বন্ধু রাঠোরের সঙ্গে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। অভিনেত্রীর বন্ধুই গাড়ি চালাচ্ছিলেন। হায়দরাবাদের গাচিবৌলি অঞ্চলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গায়ত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। তার বন্ধুকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। এ ছাড়া এ দুর্ঘটনায় ৩৮ বছর বয়সী এক পথচারী নারী মারা গেছেন।
গায়ত্রীর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক নেমে এসেছে। অনেক তারকা এ মর্মান্তিক ঘটনায় সমবেদনা জ্ঞাপন করেছেন।
গায়ত্রীর আসল নাম ডলি ডি ক্রুজ। অভিনয়ের পাশাপাশি ইউটিউবার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তার চ্যানেলের নাম জলসা রায়ুডু।
ভয়েসটিভি/আরকে