নিয়মিত চিঠি দেবে এমন প্রেমিক খুঁজছে রাশি খান্না


ডিনার ডেটের জন্য প্রেমিক খুঁজছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না। তামিল-তেলেগু ও বলিউডে কাজ করা এই অভিনেত্রী শুধু প্রেমিকই চান না, সেইসাথে প্রেমিকের কাছ থেকে নিয়মিত চিঠিও চান। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন রাশি খান্না। সেই চ্যানেলের প্রথম ভিডিওতে নিজের ব্যক্তিগত জীবন, লাইফস্টাইল নিয়ে কথা বলেন রাশি।
সেই ভিডিওতেই এসব কথা শেয়ার করেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। ইউটিউব চ্যানেল খোলা প্রসঙ্গে রাশি খান্না বলেন, ‘শোবিজে কাজ করার কারণে অনেক মানুষ আমাকে অনুসরণ করেন। এজন্য আমার মনে হয়েছে, আমার সকল কাজের আপডেট দেওয়ার জন্য ইউটিউব চ্যানেল ভালো একটি প্ল্যাটফর্ম। যার কারণেই চ্যানেলটি খুলেছি’।
ভারত জাতীয় দলের ক্রিকেটার জসপ্রিত বুমরাহর সাথে রাশি খান্নার সম্পর্ক আছে এ গুঞ্জন বহুদিনের। শোনা গিয়েছিল তারা বিয়েও করছেন খুব শিগগিরই। তবে রাশি খান্না দিলেন ভিন্ন এক খবর। তিনি বলেন, ‘আমি এখন একদমই সিঙ্গেল। আমি খুবই আবেগপ্রবণ ও রোমান্টিক। আমি প্রেমপত্র পেতে চাই এবং ডিনার ডেটে যেতে চাই। সত্যি সবসময় রোমান্টিক একটি সম্পর্ক প্রত্যাশা করি। ’
২০১৩ সালে বলিউড সিনেমা ‘মাদ্রাজ ক্যাফে’ দিয়ে ফিল্ম দুনিয়ায় তার অভিষেক। তবে এরপর আর তাকে বলিউডে খুব একটা দেখা যায়নি। নিয়মিত হন দক্ষিণি ইন্ড্রাস্টিতে। ৮ বছরে তামিল-তেলুগে ও মালায়লম ভাষায় করেছেন ২৬টিরও বেশি ছবি। মুক্তির অপেক্ষায় আছে আরও সাতটি ছবি। এর মধ্যে বিগ বাজেটের কিছু ছবিও আছে।
ভয়েস টিভি/এসএফ
সেই ভিডিওতেই এসব কথা শেয়ার করেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। ইউটিউব চ্যানেল খোলা প্রসঙ্গে রাশি খান্না বলেন, ‘শোবিজে কাজ করার কারণে অনেক মানুষ আমাকে অনুসরণ করেন। এজন্য আমার মনে হয়েছে, আমার সকল কাজের আপডেট দেওয়ার জন্য ইউটিউব চ্যানেল ভালো একটি প্ল্যাটফর্ম। যার কারণেই চ্যানেলটি খুলেছি’।
ভারত জাতীয় দলের ক্রিকেটার জসপ্রিত বুমরাহর সাথে রাশি খান্নার সম্পর্ক আছে এ গুঞ্জন বহুদিনের। শোনা গিয়েছিল তারা বিয়েও করছেন খুব শিগগিরই। তবে রাশি খান্না দিলেন ভিন্ন এক খবর। তিনি বলেন, ‘আমি এখন একদমই সিঙ্গেল। আমি খুবই আবেগপ্রবণ ও রোমান্টিক। আমি প্রেমপত্র পেতে চাই এবং ডিনার ডেটে যেতে চাই। সত্যি সবসময় রোমান্টিক একটি সম্পর্ক প্রত্যাশা করি। ’
২০১৩ সালে বলিউড সিনেমা ‘মাদ্রাজ ক্যাফে’ দিয়ে ফিল্ম দুনিয়ায় তার অভিষেক। তবে এরপর আর তাকে বলিউডে খুব একটা দেখা যায়নি। নিয়মিত হন দক্ষিণি ইন্ড্রাস্টিতে। ৮ বছরে তামিল-তেলুগে ও মালায়লম ভাষায় করেছেন ২৬টিরও বেশি ছবি। মুক্তির অপেক্ষায় আছে আরও সাতটি ছবি। এর মধ্যে বিগ বাজেটের কিছু ছবিও আছে।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ