Printed on Mon Oct 18 2021 4:13:58 PM

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ৩২

আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ব
নেপালে
নেপালে
নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় ১২ অক্টোবর মঙ্গলবার এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গাড়িটি স্থানীয় মুগ জেলার ভেতর দিয়ে যাচ্ছিল, ঠিক ওই সময় বাসটি পাহাড়ি খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তবে বাসটি ব্রেক ফেল করার কারণে এ ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। খারাপ রাস্তা ও যানবাহনের বেহাল দশাকে এ দুর্ঘটনার পেছনের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। সূত্র : বিবিসি নিউজ।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/55714
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ