নড়াইলে বড় ভাইয়ের ফাঁসি, ছোট ভাইয়ের যাবজ্জীবন


নড়াইলে একটি হত্যা মামলার আসামি আপন দুই ভাই। এদের মধ্যে বড় ভাইকে ফাঁসির আদেশ এবং ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড এবং উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালত।
২৩ জানুয়ারি রোববার সকালে এ রায় ঘোষণা করেন নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সি.মো.মশিয়ার রহমান। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি হলেন-যশোর জেলার অভয়নগর থানার সোনা মোল্যার বড় ছেলে বাছের আলী মোল্যা এবং আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ছোট ছেলে কামাল মোল্যা। রায় ঘোষণার সময় আসামিরা দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৬ জুন ২০১৯ তারিখ রাতে নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মো. বাবুল মোল্যার ছেলে রেজাউল মোল্যাকে (১৫) লাঠি ও পেরেক লাগানো বাঁশ দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় আসামিরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন ২৭ জুন খুলনা মেডিকেলে তার মৃত্যু হয়। পরে ভিকটিম রেজাউলের বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় দুজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।
ভয়েস টিভি/আরকে