শবে বরাতে আতশ বাজি ও পটকা নিষিদ্ধ : ডিএমপি


শুক্রবার পবিত্র শবে বরাত। ফারসি ‘শব’ অর্থ রাত, আর আরবি ‘বারাআত’ অর্থ মুক্তি। সুতরাং শবে বরাত অর্থ মুক্তির রজনী। হিজরি ক্যালেন্ডারের অষ্টম মাস হলো ‘শাবান’ মাস।করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর ক্ষমা লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগি করে থাকেন।
এই রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শবেবরাত পালন নিশ্চিত করতে আজ ১৮ মার্চ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১৯ মার্চ ভোর ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
আরও পড়ুন : পটকা মাছ খেয়ে ২ জনের মৃত্যু
ভয়েসটিভি/এমএম
এই রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শবেবরাত পালন নিশ্চিত করতে আজ ১৮ মার্চ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১৯ মার্চ ভোর ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
আরও পড়ুন : পটকা মাছ খেয়ে ২ জনের মৃত্যু
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ