Printed on Sun Nov 28 2021 5:43:19 AM

দৃষ্টিসীমায় দিগন্তজুড়ে দাঁড়িয়ে স্বপ্নের পদ্মা সেতু

নিজস্ব প্রতিবেদক
সারাদেশভিডিও সংবাদ
পদ্মা সেতু
পদ্মা সেতু
এক সময়ের স্বপ্নের পদ্মা সেতু এখন দৃষ্টিসীমায় দিগন্তজুড়ে দাঁড়িয়ে। পদ্মার তীর থেকে দেখা যাচ্ছে পিলারের দীর্ঘ সারি। তার উপর একে একে বসানো হচ্ছে ইস্পাতের কাঠামো। ২০১৪ সালে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৬ দশমিক এক পাঁচ কিলোমিটারের এ সেতুটি বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। এ সেতুর উপর দিয়ে চলবে গাড়ি আর নীচ দিয়ে ট্রেন।

এ সেতুর কাজ ভাগ করা হয়েছে পাঁচ ভাগে। এরমধ্যে মূল সেতু ও নদীশাসনই বড় দুটি কাজ। নদীভাঙন ও প্রবল স্রোতের কারণে নির্মাণকাজ নিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে বারবার। কিন্তু এসব বাধা উতরে এখন প্রায় ৪ কিলোমিটার সেতু দৃশ্যমান।

মূল সেতুর কাজ শেষ হয়েছে ৮৯ শতাংশ। পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য খুলে যাচ্ছে। সেতুকে ঘিরেই মানুষের জীবনযাত্রার মানও বদলাচ্ছে। এখানে বিশ্বমানের অলিম্পিক ভিলেজ, বেনারসি তাঁতপল্লী, রাজউকের উদ্যোগে আইকন টাওয়ার, দেশের মধ্যে একমাত্র ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিসহ বড় বড় প্রকল্প নির্মিত হচ্ছে। সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণও বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলছে সেখানে।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/9582
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ