পরীক্ষার আগে ছিলো টানা শুটিং, তবুও খুশি এই রেজাল্টে: পূজা চেরি


এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.০৮ পেয়ে পাশ করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন।
১৩ ফেব্রুয়ারি রোববার সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল ঘোষণা করেন।
ফলাফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পূজা চেরি বলেন, ‘পরীক্ষার শুরু হবে তার আগে টানা আমার সিনেমার শুটিং ছিল। শুধু পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষায় অংশ নিয়েছি। যা পেয়েছি এতেই খুশি। পরিবারের লোকজন খুশি আছে। কাজের মধ্য আমি লেখাপড়া চালিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’
শিশুশিল্পী হিসেবে পূজা চেরি অভিনয় শুরু করেন। যৌথ প্রযোজনার সিনেমা ‘নূরজাহান’র মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে অভিষেক। এতে তার নায়ক ছিল কলকাতার আদ্রি।
বর্তমান ঢাকাই সিনেমার ব্যস্ত চিত্রনায়িকা পূজা চেরি। মুক্তির অপেক্ষায় আছে তার ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ সিনেমা। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে সিনেমায়।
ভয়েসটিভি/আরকে