Printed on Thu Dec 09 2021 1:54:43 AM

৫ দিন পর যবিপ্রবিতে ফের করোনা পরীক্ষা শুরু

যশোর প্রতিনিধি
শিক্ষাঙ্গন
পরীক্ষা শুরু
পরীক্ষা শুরু
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গত ১২ আগস্ট থেকে বন্ধ ছিল করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্তের পরীক্ষা। ল্যাবের মেরামত ও উন্নয়নমূলক কাজ শেষ হবার ৫ দিন পর পর গত সোমবার থেকে পুনরায় করোনা পরীক্ষা শুরু করেছে যবিপ্রবি জিনোম সেন্টার। ১৮ আগস্ট বুধবার পুনরায় চালু হওয়ার পরে প্রথম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

করোনা পরীক্ষা দলের সদস্য, পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শিরিন নিগার বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার সকালে ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে মোট ২০৫ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে যশোরের ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের, মাগুরার ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের, নড়াইলের ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের নমুনাতে কভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

ভয়েস টিভি/যশোর প্রতিনিধি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/10619
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ