Printed on Sat Jan 22 2022 5:35:53 PM

সন্তান জন্ম দেওয়ার দেড়ঘণ্টা পর পরীক্ষা দিলেন রেশমা

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
পরীক্ষা
পরীক্ষা
কিশোরগঞ্জের ভৈরবের রেশমা বেগম সন্তান জন্ম দেওয়ার দেড়ঘণ্টা পর এইচএসসি পরীক্ষা দিলেন। তিনি ভৈরব পৌরশহরের চন্ডিবের এলাকার শান্ত মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ির পৌরশহরের কালীপুর গ্রামে।

রেশমা বেগম রফিকুল ইসলাম মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি দিচ্ছেন।

বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সন্তান জন্ম দেন রেশমা বেগম। আধাঘণ্টা পর সকাল ৯টায় পরীক্ষা কেন্দ্রে যান তিনি।

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশীদ আলম জানান, প্রসববেদনা নিয়ে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগে ভর্তি হন রেশমা বেগম। সাড়ে ৮টায় সন্তান জন্ম দেন। কিন্তু আজ এইচএসসি পরীক্ষার সমাজকল্যাণ বিষয়ের শেষ পরীক্ষা ছিল রেশমা বেগমের। তাই স্বল্প সময়েই নিজেকে প্রস্তুত করে পরীক্ষা কেন্দ্রে ছুটে যান তিনি।

পরীক্ষার্থী রেশমার স্বামী শান্ত মিয়া বলেন, ‘রেশমা কোনোভাবেই পরীক্ষা মিস করতে চায়নি। এজন্য সে সন্তান জন্ম দেওয়ার আধাঘণ্টা পরই পরীক্ষা কেন্দ্র গিয়ে পরীক্ষা দিয়েছে। সে ও নবজাতক সুস্থ আছে।’

ভয়েসটিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/62059
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ