ঢাকা উৎসবে আজ পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’


দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০তম আসরের পর্দা উঠেছে। ১৫ জানুয়ারি রোববার শুরু হয় এই উৎসব। এই উৎসবের দ্বিতীয় দিন ১৬ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় দেখানো হবে আলোচিত সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এ সিনেমার নির্মাতা ও শিল্পীদের সঙ্গে বসে দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।
পরীমনি ও সিয়াম আহমেদ এই ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এ ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী জানিয়েছেন, রবিবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ছবিটি দেখানো হবে। এটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়া ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ সেকশনে নির্বাচিত হয়েছে।
নির্মাতা জানিয়েছেন তিনিসহ এই সিনেমার অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীরা উপস্থিত থাকবেন। সিনেমা শেষ হওয়ার পর দর্শকদের সাথে নির্মাতার প্রশ্নোত্তর পর্বও রয়েছে বলে জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।
৯ দিনব্যাপী এই উৎসবে ৭০টি দেশের ২২৫টি সিনেমা প্রদর্শিত হবে ইরান, ভারত, যুক্তরাজ্য, ব্রাজিল ও অস্ট্রেলিয়াসহ এই বিভাগে ‘বিশ্বসুন্দরী’ ছাড়াও ৪৬টি সিনেমা স্থান পেয়েছে।
সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ২০২০ সালের শেষ দিকে মুক্তি পায় ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।
পরীমনি-সিয়াম ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, বন্যা মির্জা, আনন্দ খালেদ, হীরা, সীমান্ত, খালেদ হোসেন সুজনসহ অনেকে।
ভয়েস টিভি/আরকে