Printed on Sun Dec 05 2021 11:15:02 AM

বর্ষার মৌসুমে বেড়েছে পানিতে ডুবে শিশু মৃত্যু হার

পঞ্চগড় প্রতিনিধি
সারাদেশভিডিও সংবাদ
পানিতে ডুবে
পানিতে ডুবে
পঞ্চগড় : বর্ষা মৌসুমে পঞ্চগড়ে বেড়ে চলছে পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা । জেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত এ ধরনের শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। এতে করে খালি হচ্ছে অনেক মায়ের কোল।

বর্ষার মৌসুম আসলেই মৃত্যুর ঝুঁকি বেড়ে য়ায় গ্রামঞ্চলের শিশুদের । গ্রামে খাল, বিল, নদী ও পুকুরে ডুবে এ দুর্ঘটনা বেশি ঘটে। গেল এক মাসে মধ্যে মারাগেছে প্রায় ১৫ জন শিশু । আর প্রতি বছরে পানিতে ডুবে মারা যাচ্ছে প্রায় অর্ধশত জন। মায়েরা নানা কাজে ব্যস্ত থাকে ।

আর সেই ফাঁকে মায়ের চোখের আড়াল হয়ে শিশুরা চলে যায় বাড়ির পাশে খাল,বিল,নদী নালা,ও পুকুরে। ফলে অনাকাঙ্খিত মৃত্যু হয় শিশুদের। তাই শত কাজের ব্যস্ততার ফাঁকে সন্তানদের প্রতি গুরুত্ব দিতে হবে ,এমনটাই প্রত্যাশা অভিভাবকদের।

সকল অভিভাকদের আরেকটু সচেতন হওয়ার কথা জানালেন তেঁতুলিয়া সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান।

এ বিষয়ে পঞ্চগড় জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে সচেতনমূলক লিফলেট বিতরণের কথা জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান।

একমাত্র সচেতেনতাই পারে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে এমনটাই মনে করেন স্থানীয়রা।ভয়েস টিভি/পঞ্চগড় প্রতিনিধি/সুফল/ডিএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/9287
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ