পাপনকে পাঁচবার ফোন করেছেন প্রধানমন্ত্রী


লিটন দাস ও মুশফিকুর রহিমের রেকর্ড জুটিতে ভর করে বড় সংগ্রহ অর্জন করে টাইগাররা। এতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে চোখ রাখছিলেন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানালেন, ম্যাচ নিয়ে কথা বলতে তাঁকে পাঁচবার ফোন করেছেন প্রধানমন্ত্রী।
সিরিজের প্রথম ওয়ানডে ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এদিনের জয়ে এক ম্যাচ হাতে থাকতেই নিশ্চিত হয়ে গেছে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। টানা দুই জয়ে টাইগাররা সুপার লিগে টেবিলের শীর্ষেও ওঠে গেছে।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিসিবি সভাপতি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি জানি আপনারা সকলেই খুশি। সারা দেশের মানুষই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আজকের ম্যাচের জন্য পাঁচবার ফোন করেছেন। আপনি চিন্তা করতে পারেন?’
লিটন দাস ও মুশফিকুর রহিম তৃতীয় উইকেটে ২০২ রানের জুটি উপহার দিয়েছেন। দেশের হয়ে তৃতীয় উইকেটে যা রেকর্ড। লিটন ১২৬ বলে ১৩৬ রান করেন। মুশফিক ৯৩ বলে ৮৬ রান করেছেন।
দুজনকেই অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। নাজমুল হাসান পাপন বলেন, ‘(প্রধানমন্ত্রী) টিভির সামনে সারাক্ষণ বসে ছিলেন। যখন প্রথম ফোন করেছেন, তখন বলেছেন, খুবই ভালো খেলছে। সেঞ্চুরির (লিটনের) পরও আমাকে ফোন করেছেন। লিটন দাস এবং মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন।’
শেষ দিকে বদলি নেমে দারুণ একটা ক্যাচ ধরেন মাহমুদুল হাসান জয়। প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়েছেন এই নবীনও। বিসিবি সভাপতি বলেন, ‘পরে যখন ফোন করলেন, বলেছেন, কষ্ট করে ক্যাচ ধরল ওর নামটা কী? ওকে তো আমার পুরস্কার দিতে হবে। এত সুন্দর ক্যাচ ধরেছে।’
আরও পড়ুন : দুর্দান্ত ক্যাচ ধরায় জয়কে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
ভয়েসটিভি/এএস
সিরিজের প্রথম ওয়ানডে ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এদিনের জয়ে এক ম্যাচ হাতে থাকতেই নিশ্চিত হয়ে গেছে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। টানা দুই জয়ে টাইগাররা সুপার লিগে টেবিলের শীর্ষেও ওঠে গেছে।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিসিবি সভাপতি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি জানি আপনারা সকলেই খুশি। সারা দেশের মানুষই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আজকের ম্যাচের জন্য পাঁচবার ফোন করেছেন। আপনি চিন্তা করতে পারেন?’
লিটন দাস ও মুশফিকুর রহিম তৃতীয় উইকেটে ২০২ রানের জুটি উপহার দিয়েছেন। দেশের হয়ে তৃতীয় উইকেটে যা রেকর্ড। লিটন ১২৬ বলে ১৩৬ রান করেন। মুশফিক ৯৩ বলে ৮৬ রান করেছেন।
দুজনকেই অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। নাজমুল হাসান পাপন বলেন, ‘(প্রধানমন্ত্রী) টিভির সামনে সারাক্ষণ বসে ছিলেন। যখন প্রথম ফোন করেছেন, তখন বলেছেন, খুবই ভালো খেলছে। সেঞ্চুরির (লিটনের) পরও আমাকে ফোন করেছেন। লিটন দাস এবং মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন।’
শেষ দিকে বদলি নেমে দারুণ একটা ক্যাচ ধরেন মাহমুদুল হাসান জয়। প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়েছেন এই নবীনও। বিসিবি সভাপতি বলেন, ‘পরে যখন ফোন করলেন, বলেছেন, কষ্ট করে ক্যাচ ধরল ওর নামটা কী? ওকে তো আমার পুরস্কার দিতে হবে। এত সুন্দর ক্যাচ ধরেছে।’
আরও পড়ুন : দুর্দান্ত ক্যাচ ধরায় জয়কে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
ভয়েসটিভি/এএস
সর্বশেষ সংবাদ