Printed on Mon Oct 18 2021 4:33:36 PM

পাবনায় লকডাউনে থাকা ৩ নার্সের বাড়িতে এমপির শুভেচ্ছা উপহার

সারাদেশ
শুভেচ্ছা
শুভেচ্ছা

পাবনা প্রতিনিধি: পাবনা জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ সিনিয়র স্টাফ নার্সের বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।

আর ওই সিনিয়র তিন নার্সের বাসায় পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স শুভেচ্ছা উপহার সামগ্রী পাঠিয়েছেন। জানা গেছে, সাংসদ প্রিন্স করোনা ভাইরাসে আক্রান্ত নার্সদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তার নির্দেশেই খাদ্য ও কাঁচা বাজার তাদের বাসায় পৌছে দেয়া হয়েছে।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/3641
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ