১১ ক্যাটাগরিতে পুরস্কার পেলো গাজী রাকায়েতের ‘গোর’


চলচ্চিত্র শিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বিবেচনায় শিল্পী ও কলাকুশলীদের সৃজনশীলতা ও অভিনয় শৈলীর স্বীকৃতি হিসেবে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে সরকার।
এই তালিকায় শ্রেষ্ঠ সিনেমা হিসেবে পুরস্কার পাচ্ছে চলচ্চিত্র পরিচালক ও শিক্ষক গাজী রাকায়েত প্রযোজিত ও নির্মিত ‘গোর’। চিত্রনাট্য, পরিচালনা ও চিত্রগ্রহণসহ মোট ১১টি ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে ছবিটি।
১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে। চলচ্চিত্রের নানা শাখায় অবদানের জন্য এবার ২৯ জন এই পুরস্কার পাচ্ছেন। আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী আনোয়ারা বেগম ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।
গাজী রাকায়েতের ছবি ‘গোর’ শ্রেষ্ঠ সিনেমা, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা, শ্রেষ্ঠ ম্যাকআপ এই ১১ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।
আরও পড়ুন: এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা
এই ছবি পরিচালনার জন্য পুরস্কার পাচ্ছেন গাজী রাকায়েত হোসেন। ছবিটি গাজী রাকায়েতের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।
‘গোর’ সিনেমার শ্রেষ্ঠ কাহিনিকার ও চিত্রনাট্যকার হিসেবেও গাজী রাকায়েত পুরস্কার পাচ্ছেন। এই সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন দ্বীপান্বিতা মার্টিন।
এদিকে ‘গোর’ সিনেমায় চিত্রগ্রহণের জন্য পুরস্কার পাচ্ছেন ছবিটির চিত্রগ্রাহক পঙ্কজ পালিত ও মো: মাহবুব উল্লাহ (নিয়াজ)। ছবিটি সম্পাদনার জন্য মো: শরিফুল ইসলাম ও ছবিটির জন্য শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম আহম্মেদ পুরস্কার পাচ্ছেন।
ছবিটির পোশাক ও সাজসজ্জায় এনাম তারা বেগম ও মেকাপম্যান মোহাম্মদ আলী বাবুল পুরস্কার পাচ্ছেন।
ভয়েসটিভি/আরকে