পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন ও কারখানার তালিকা চান হাইকোর্ট


পুরান ঢাকায় কতগুলো ভবনে কেমিক্যাল ফ্যাক্টরি, গোডাউন বা কতগুলো দোকান রয়েছে, তার সঠিক তালিকার হিসাব আগামী ১৭ এপ্রিলের মধ্যে দাখিল করতে হবে। একইসঙ্গে স্থায়ী এবং অস্থায়ী কেমিক্যাল ব্যবসার পল্লী নির্মাণের অগ্রগতি কতটুকু হয়েছে, তাও জানাতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেছেন আদালত নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার ১ ফেব্রুয়ারি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট রিজওয়ানা হাসান।
আরও পড়ুন : কেমিক্যাল কারখানায় র্যাবের অভিযান, দুই লাখ টাকা জরিমানা
এছাড়া ৩৭টি ব্যাংক ৩০ কোটি টাকা জমা দেওয়ার পরও চুড়িহাট্টায় ক্ষতিগ্রস্ত মানুষকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং এই ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, কেন পুরান ঢাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থা স্থাপন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। রুলে সরু গলি প্রশস্ত করতে কেন উদ্যোগ নেওয়া হবে না ও আবাসিক ভবনকে কেমিক্যাল গুদাম হিসেবে ভাড়া দেওয়া বাড়ির মালিকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব, রাজউক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদফতরসহ ১৫ জনকে এসব রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে রাজধানীর পুরান ঢাকায় চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে পরিবেশবিদ সংগঠন বেলা, ব্লাস্টসহ বেশ কয়েকটি সংগঠন হাইকোর্টে রিট দায়ের করে। সেই রিটের শুনানি নিয়ে আদেশ দিলেন হাইকোর্ট।
ভয়েসটিভি/এমএম
রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার ১ ফেব্রুয়ারি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট রিজওয়ানা হাসান।
আরও পড়ুন : কেমিক্যাল কারখানায় র্যাবের অভিযান, দুই লাখ টাকা জরিমানা
এছাড়া ৩৭টি ব্যাংক ৩০ কোটি টাকা জমা দেওয়ার পরও চুড়িহাট্টায় ক্ষতিগ্রস্ত মানুষকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং এই ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, কেন পুরান ঢাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থা স্থাপন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। রুলে সরু গলি প্রশস্ত করতে কেন উদ্যোগ নেওয়া হবে না ও আবাসিক ভবনকে কেমিক্যাল গুদাম হিসেবে ভাড়া দেওয়া বাড়ির মালিকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব, রাজউক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদফতরসহ ১৫ জনকে এসব রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে রাজধানীর পুরান ঢাকায় চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে পরিবেশবিদ সংগঠন বেলা, ব্লাস্টসহ বেশ কয়েকটি সংগঠন হাইকোর্টে রিট দায়ের করে। সেই রিটের শুনানি নিয়ে আদেশ দিলেন হাইকোর্ট।
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ