Printed on Mon Jan 30 2023 11:58:06 AM

অডিটে দুর্নীতি প্রমাণ, ডাক বিভাগের ২ কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

চট্টগ্রাম প্রতিনিধি
অপরাধ
পুলিশে সোপর্দ
পুলিশে সোপর্দ
চট্টগ্রামে ডাক বিভাগের দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগ এ দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাদের নগরের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে ডাক বিভাগের ওই দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়। তারা হলেন- সারওয়ার আলম ও নুর মোহাম্মদ।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান বলেন, ওনাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত আমরা এখনও পাইনি। সকালে ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগ এই দুই কর্মকর্তাকে আমাদের হাতে সোপর্দ করে গেছেন। তারা মামলার প্রস্তুতি নিয়ে আসছেন বলে আমাদের জানিয়েছেন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/12138
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ