পুষ্পা জ্বরের উত্তাপ লেগেছে বিপিএলে


ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুনের ‘পুষ্পা- দ্য রাইজ’ জ্বরে কাঁপছে বক্স অফিস। পুষ্পা জ্বরের উত্তাপ লেগেছে বাংলাদেশে চলমান বিপিএলেও।
সিনেমায় থুতনির নিচে বাম হাতের উল্টো পিঠ দিয়ে দাঁড়িতে হাত বোলানোর ভঙ্গি বলতে গেলে এখন এই নায়কের ট্রেডমার্কে পরিণত হয়েছে।
দর্শক লুফে নিয়েছে এই দৃশ্য। অ্যাকশন কিংবা রোমান্টিক দৃশ্যে আল্লুর এই ট্রেডমার্ক উদযাপন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
আল্লু অর্জুন দাঁড়িতে হাত বোলানোর সেই ট্রেডমার্ক ভঙ্গি নিয়ে বিপিএলের খেলার মাঠে হাজির হয়েছেন! নাহ, দক্ষিণি এই তারকা মাঠে আসেননি, তবে পুষ্পা দ্য রাইজ ছবিতে আল্লুর সেই আইকনিক স্টাইল নকল করেছেন সিলেটের স্পিনার নাজমুল ইসলাম অপু।
শেষমেশ স্রোতে গা ভাসালেন ফরচুন বরিশালের কাপ্তান সাকিব আল হাসানও।
২৫ জানুয়ারি বিপিএলে মিনিস্টার ঢাকার সঙ্গে সিলেট সানরাইজার্সের পক্ষে ১৮ রানে ৪ উইকেট নিয়ে প্রতি উইকেটেই পুষ্পা উদযাপন করেছেন নাজমুল ইসলাম অপু।
এর আগে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষেও এমন উদযাপন করেছিলেন তিনি।
এছাড়া ২৫ জানুয়ারি দিনের শেষ ম্যাচে একই উদযাপন করতে দেখা গেছে সাকিবকেও। ফাফ ডু প্লেসির উইকেট নেওয়ার পর নিজের স্বাভাবিক উদযাপন সেরেই পুষ্পা সিনেমার কেন্দ্রীয় চরিত্র পুষ্পা রাজের মতো চোয়ালের নিচ দিয়ে দাঁড়িতে হাত বুলিয়ে দেওয়া উদযাপন করেন সাকিব।
যা এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এছাড়া বাংলাদেশ প্রিমিয়ির লিগে পুষ্পা সেলিব্রেশন করেছেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো।
এদিকে, পুষ্পা উদযাপনের পেছনে রহস্যের কথা জানিয়েছেন নাজমুল অপু। তিনি বলেন, মূলত পুষ্পা সিনেমার নায়ক যেমন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তেমনি তিনিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন বলে এ উদযাপন করেছেন বলে ম্যাচ শেষে জানান।
ঢাকার বিপক্ষে ম্যাচসেরা হওয়া অপুর ভাষ্য, পুষ্পা মুভিটা দেখিছি। সেখানে দেখেছি, নায়ক সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। আমিও সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।
নাজমুল অপু সর্বপ্রথম আলোচনায় আসেন তার বিখ্যাত নাগিন উদযাপনের জন্য। এবার তার সঙ্গে যোগ হলো পুষ্পা!
এদিকে পুষ্পার ঝড় ছুঁয়ে গেছে সূদুর অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকেও। এই ক্রিকেটার তার ইন্সটাগ্রামে পুষ্পার দাঁড়িতে হাত বোলানোর আইকনিক স্টাইল ফলো করে ভিডিও আপলোড করেছেন। এছাড়া পুষ্পার একটি গানের তালে তাকে ড্যান্সও করতে দেখা যায়।
শুধু কি তাই পুষ্পা সিনেমান ‘সামি সামি’ গানেন তালে নেচেছেন ওয়ার্নারের মেয়েরাও।
সিনেমায় থুতনির নিচে বাম হাতের উল্টো পিঠ দিয়ে দাঁড়িতে হাত বোলানোর ভঙ্গি বলতে গেলে এখন এই নায়কের ট্রেডমার্কে পরিণত হয়েছে।
দর্শক লুফে নিয়েছে এই দৃশ্য। অ্যাকশন কিংবা রোমান্টিক দৃশ্যে আল্লুর এই ট্রেডমার্ক উদযাপন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
আল্লু অর্জুন দাঁড়িতে হাত বোলানোর সেই ট্রেডমার্ক ভঙ্গি নিয়ে বিপিএলের খেলার মাঠে হাজির হয়েছেন! নাহ, দক্ষিণি এই তারকা মাঠে আসেননি, তবে পুষ্পা দ্য রাইজ ছবিতে আল্লুর সেই আইকনিক স্টাইল নকল করেছেন সিলেটের স্পিনার নাজমুল ইসলাম অপু।
শেষমেশ স্রোতে গা ভাসালেন ফরচুন বরিশালের কাপ্তান সাকিব আল হাসানও।
২৫ জানুয়ারি বিপিএলে মিনিস্টার ঢাকার সঙ্গে সিলেট সানরাইজার্সের পক্ষে ১৮ রানে ৪ উইকেট নিয়ে প্রতি উইকেটেই পুষ্পা উদযাপন করেছেন নাজমুল ইসলাম অপু।
এর আগে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষেও এমন উদযাপন করেছিলেন তিনি।
এছাড়া ২৫ জানুয়ারি দিনের শেষ ম্যাচে একই উদযাপন করতে দেখা গেছে সাকিবকেও। ফাফ ডু প্লেসির উইকেট নেওয়ার পর নিজের স্বাভাবিক উদযাপন সেরেই পুষ্পা সিনেমার কেন্দ্রীয় চরিত্র পুষ্পা রাজের মতো চোয়ালের নিচ দিয়ে দাঁড়িতে হাত বুলিয়ে দেওয়া উদযাপন করেন সাকিব।
যা এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এছাড়া বাংলাদেশ প্রিমিয়ির লিগে পুষ্পা সেলিব্রেশন করেছেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো।
এদিকে, পুষ্পা উদযাপনের পেছনে রহস্যের কথা জানিয়েছেন নাজমুল অপু। তিনি বলেন, মূলত পুষ্পা সিনেমার নায়ক যেমন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তেমনি তিনিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন বলে এ উদযাপন করেছেন বলে ম্যাচ শেষে জানান।
ঢাকার বিপক্ষে ম্যাচসেরা হওয়া অপুর ভাষ্য, পুষ্পা মুভিটা দেখিছি। সেখানে দেখেছি, নায়ক সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। আমিও সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।
নাজমুল অপু সর্বপ্রথম আলোচনায় আসেন তার বিখ্যাত নাগিন উদযাপনের জন্য। এবার তার সঙ্গে যোগ হলো পুষ্পা!
এদিকে পুষ্পার ঝড় ছুঁয়ে গেছে সূদুর অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকেও। এই ক্রিকেটার তার ইন্সটাগ্রামে পুষ্পার দাঁড়িতে হাত বোলানোর আইকনিক স্টাইল ফলো করে ভিডিও আপলোড করেছেন। এছাড়া পুষ্পার একটি গানের তালে তাকে ড্যান্সও করতে দেখা যায়।
শুধু কি তাই পুষ্পা সিনেমান ‘সামি সামি’ গানেন তালে নেচেছেন ওয়ার্নারের মেয়েরাও।
সর্বশেষ সংবাদ