Printed on Tue Jan 25 2022 5:45:32 PM

পেপ গার্দিওলা করোনা আক্রান্ত

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
পেপ গার্দিওলা
পেপ গার্দিওলা
ইউরোপে তরতরিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এতে বাদ পড়ছেন না ফুটবল তারকারাও। এবার করোনায় আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।

যার ফলে এফএ কাপে সুইনডন টাউনের বিপক্ষে দলটির পরবর্তী ম্যাচে দলের ডাগআউটে থাকবেন না তিনি।

সিটির দুঃসংবাদ এখানেই শেষ নয়। গার্দিওলা একাই নন, তার সহকারী ইউয়ানমা লিয়োও আক্রান্ত হয়েছেন করোনায়।

দুজনেই বর্তমানে আছেন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে।

সম্প্রতি এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে সিটি কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, ‘মঙ্গলবার সিটি ম্যানেজারের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে, সঙ্গে তার সহকারী ইউয়ানমা লিয়োও আক্রান্ত হয়েছেন।

দু’জনে বর্তমানে আইসোলেশনে আছেন, সঙ্গে আগে থেকেই মূল দলের বাবলে করোনায় আক্রান্তরাও আছেন স্বেচ্ছা নির্বাসনে।’

দু’জনকে সঙ্গে নিয়ে বর্তমানে সিটি দলে করোনায় আক্রান্তের সংখ্যাটা দাঁড়ালো ২১ জনে। এই করোনা-সমস্যা নিয়েই আগামীকাল শুক্রবার এফএ কাপে মাঠে নামবে সিটি।

প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চতুর্থ বিভাগের দল সুইনডন টাউনকে।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/62628
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ