Printed on Wed May 25 2022 4:19:22 AM

পোশাক খুলে চুমু খেতে প্রভাসের অস্বস্তি

অনলাইন ডেস্ক
বিনোদন
চুমু
চুমু
পূজা হেগড়ের সঙ্গে ‘রাধে শ্যাম’ ছবিতে কাজ করার প্রসঙ্গে মুম্বাই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ‘বাহুবলী’-র প্রভাস জানালেন তিনি ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য করতে চান না। তিনি বললেন, “বাণিজ্যিক ছবি হলে তাও চুমু খাওয়ার দৃশ্য এড়িয়ে চলা যায়। কিন্তু পরিচালক যখন প্রেমের ছবি তৈরি করেন তখন ঘনিষ্ঠ দৃশ্য এড়িয়ে চলা সম্ভব নয়। তাই করতেই হয়। আমি তখন পোশাক খোলার সময় আর চুমু খাওয়ার সময় দেখে নিই চারপাশে কত জন লোক আছে!”

‘রাধে শ্যাম’ ছবির ঝলক মুক্তির দিনে প্রভাস মুম্বাইতে উপস্থিত ছিলেন। এই ছবিতে প্রভাস জ্যোতিষীর ভূমিকায় অভিনয় করেছেন।চরিত্রের নাম বিক্রমাদিত্য।

যে বিক্রমাদিত্য সকলের জীবনটাই নিমেষে পড়ে ফেলতে পারে, সে কতখানি সফল হবে নিজের মনের মানুষের মন পড়তে? প্রেরণা(পূজা)-বিক্রমাদিত্যের প্রেম কী ধ্বংস ডেকে আনবে? কিন্তু কেন? সেই সবকিছুর আভাস ধরা পড়ল ছবির ঝলকে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/68487
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ