পটুয়াখালীতে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল যুবলীগ


কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন পটুয়াখালীর দশমিনা উপজেলা ও মহিপুর থানা যুবলীগের নেতাকর্মীরা।
২৫ এপ্রিল রোববার সকালে দশমিনার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ এলাকার কৃষক মানিক খলিফার দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন সংগঠনটির নেতাকর্মীরা। উপজেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট আজিমুর রাইহান শাহিনের নেতৃত্বে ধান কেটে দেন নেতাকর্মীরা।
একই সময়ে কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেটের নেতৃত্বে ৫০ জন নেতাকর্মী বোরো ধান কাটায় অংশ নেয়। এসময় মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে আব্দুল আজিজের ১০ বিঘা জমির বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা।
কৃষক আবদুল বাতেন জানান, এবার বোরো ধানের ফলন ভালোই হয়েছে। কিন্তু চিন্তায় ছিলাম লকডাউনের মধ্যে ধান কাটার জন্য শ্রমিক সংকট নিয়ে। আর পেলেও টাকা বেশি দিতে হবে। কিন্তু আজ যুবলীগের নেতারা ধান কেটে ঘরে দিয়ে গেছে।
এ বিষয়ে যুবলীগ নেতা অ্যাডভোকেট আজিমুর রাইহান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সকল সহযোগী সংগঠনকে আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে আমাদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি।
ভয়েস টিভি/এসএফ
২৫ এপ্রিল রোববার সকালে দশমিনার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ এলাকার কৃষক মানিক খলিফার দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন সংগঠনটির নেতাকর্মীরা। উপজেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট আজিমুর রাইহান শাহিনের নেতৃত্বে ধান কেটে দেন নেতাকর্মীরা।
একই সময়ে কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেটের নেতৃত্বে ৫০ জন নেতাকর্মী বোরো ধান কাটায় অংশ নেয়। এসময় মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে আব্দুল আজিজের ১০ বিঘা জমির বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা।
কৃষক আবদুল বাতেন জানান, এবার বোরো ধানের ফলন ভালোই হয়েছে। কিন্তু চিন্তায় ছিলাম লকডাউনের মধ্যে ধান কাটার জন্য শ্রমিক সংকট নিয়ে। আর পেলেও টাকা বেশি দিতে হবে। কিন্তু আজ যুবলীগের নেতারা ধান কেটে ঘরে দিয়ে গেছে।
এ বিষয়ে যুবলীগ নেতা অ্যাডভোকেট আজিমুর রাইহান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সকল সহযোগী সংগঠনকে আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে আমাদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ