Printed on Wed Jul 06 2022 6:47:58 PM

প্রধানমন্ত্রীর সম্মাননা পুরষ্কার পেলো স্বরলিপি

ভোলা প্রতিনিধি
সারাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদুল আযহার শুভেচ্ছা কার্ডের জন্য বিশেষ ছবি এঁকে পুরস্কার পেয়েছে ভোলা বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক স্কুলের বাকপ্রতিবন্ধী শিক্ষার্থী স্বরলিপি।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোলা জেলা প্রশাসক মো মাসুদ আলম ছিদ্দিক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ লাখ টাকা চেক তুলে দেন স্বরলিপির হাতে। এসময় তিনি স্বরলিপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আরও সুন্দর সুন্দর ছবি আকাঁর জন্য স্বরলিপিকে উৎসাহ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো আতাহার মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুন আল ফারুক, ভোলা পৌরসভার সাবেক মেয়র ভোলা বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিষ্টিক স্কুলে প্রতিষ্ঠতা সদস্য গোলাম নবী আলমগীর, স্কুলের প্রধান শিক্ষক মো জহিরুল হক কবীর, স্বরলিপি বাবা শ্যামল, মা মিনতি প্রমুখ।

ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিভিন্ন দাওয়াত পত্রে, শুভেচ্ছা কার্ডে বিভিন্ন প্রতিবন্ধী ও অটিষ্টিক স্কুলের শিক্ষার্থীদের ছবি সম্মেলিত কার্ড ছাপা হয়। সেই কার্ডে এবার ভোলার স্বরলিপি ছবি স্থান পাওয়ায় আমরা খুবই খুশি ও আনন্দতি।

এর আগেও ভোলা চিলড্রেন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ছবি একে এই সম্মাননা পুরষ্কার পায়। তাই শিক্ষার্থীদের আরো ভালোভাবে ছবি আকাঁ ও স্কুলের শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরও যত্মশীল হওয়ার আহ্বান জানায়।

স্বরলিপি বাবা শ্যামল, মা মিনতি মেয়ের এমন সাফল্যে অনেক খুশি। তারা দুজনই ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের নাইটগার্ড ও আয়ার কাজ করেন।

ভয়েস টিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/14991
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ