Printed on Mon Oct 18 2021 4:30:57 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রিন্স চার্লসের চিঠি

বিশ্ব
প্রিন্স চার্লস
প্রিন্স চার্লস
ভয়েস ডেস্ক: যুক্তরাজ্যের প্রিন্স চার্লস ঘূর্ণিঝড় আম্পানের কারণে ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, চার্লস, প্রিন্স অফ ওয়েলস এবং তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলিয়া সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন।
প্রিন্স চার্লস চিঠিতে লিখেছেন, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাংলাদেশে মানুষের জানমালের ক্ষয়ক্ষতিতে আমি এবং আমার স্ত্রী দুঃখ পেয়েছি। যারা হতাহত হয়েছে বা ঘূর্ণিঝড়ে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের জন্য আমাদের হৃদয় ভেঙে গেছে।
চিঠিতে চার্লস আরও বলেন, আমরা বুঝতে পারি এটা আপনার জনগণের কাছে কতোটা ভয়ানক কঠিন ছিল। কেননা এই সময় তারা একটি আনন্দঘন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলো।
চার্লস আরো বলেন, আমাদের সমবেদনা এবং বিশেষ প্রার্থনা আপনার জন্য। কোভিড-১৯ মহামারী এবং এই ভয়াবহ তীব্র ঝড়ের ক্ষতি, উভয়ের বিরুদ্ধেই লড়াইয়ের প্রেক্ষাপটে এমন উদ্বেগের সময়ে আপনি জনগণের সঙ্গে রয়েছেন।
প্রসঙ্গত, সুপার সাইক্লোন আম্পান গত ২০ মে বিকালে ভারত ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রথমে আঘাত হানে।

যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/5081
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ