Printed on Wed Feb 01 2023 3:18:18 PM

প্রশংসিত সজল

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
প্রশংসিত সজল
প্রশংসিত সজল
ব্যস্ত সময় পার করছেন ছোটপর্দার ও বড়পর্দার জনপ্রিয় মুখ আবদুন নূর সজল। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ব্যাচ ২০০৩’ নামের নতুন একটি ওয়েব ফিল্মের। রাফায়েল আহসানের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেনপরিচালক পার্থ সরকার। এটি তার প্রথম ওয়েব ফিল্ম। সাইকোলজিকাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্মে সজল ও তার বিপরীতে কাজ করেছেন টিভি নাটকের অভিনেত্রী তাসনুভা তিশার। ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মাঝে ওয়েব ফিল্মেটি ঘিরে বেশ আলোচনা তৈরি হয়েছিল। মুক্তির পর এবার সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিলো। ইতিমধ্যে বেশ হৈচৈ পড়ে গেছে সামাজিক মাধ্যমগুলোতে।

ওয়েব ফিল্ম প্রসঙ্গে সজল বলেন, একটি দৃশ্যে আমার ভালোবাসার মানুষ তিশাকে রক্তাক্ত অবস্থায় দেখা যাবে। যা দেখে আর্তনাদে ফেটে পরবে দর্শক। স্বল্প সময়ের রহস্যময় এ উপস্থিতি দর্শককে ভাবিয়ে তুলবে। এই ওয়েব ফিল্মে সজল বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। আর ক্যাপশনে প্রশংসার কেন্দ্রবিন্দুতে রেখেছেন সজলকে।

তিনি আরও বলেন, গত ডিসেম্বরে আমরা শুটিং শুরু করি। খুব চমৎকার কাজ হয়েছে। দর্শক আমাকে এখানে একদমই নতুন কিছু দেখতে পাবেন। আগে এ ধরনের চরিত্রে অভিনয় করিনি।

এতে আরও অভিনয় করেছেন কাজী নওশবা আহমেদ, শিপন মিত্র, তন্ময়, শারমি আঁখি, অনিকা তাবাসসুম, তৌহিদুল ইসলাম, ফজলে রাব্বি, জান্নাত প্রমুখ। ‘ব্যাচ ২০০৩’ চলচ্চিত্রটি গত (৮ এপ্রিল) মুক্তি পেয়েছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।

ভয়েসটিভি/এএন/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41708
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ