হামালায় ‘হতাশ’ হয়ে পদত্যাগ করছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা


যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার ঘটনার পর হোয়াইট হাউজের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রধান কর্মকর্তা স্টেফানি গ্রিশাম ও হোয়াইট হাউজের সোশ্যাল সেক্রেটারি রিকি নিচেতা পদত্যাগ করেছেন।
ব্লুমবার্গ নিউজের এক খবরে বলা হয়, ট্রাম্পের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট পটিঙ্গার পদত্যাগ করেছেন।
সূত্র উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে ‘ক্যাপিটলে হামলা এবং বিক্ষোভকারীদের উস্কানি দেয়ায় হতাশ’ হয়ে তিনি পদত্যাগ করেছেন।
এদিকে হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মার্কিন কংগ্রেসের যৌথ সভায় প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হয়েছে। এতে আগামী ২০ জানুয়ারি শপথ নিতে তার আর কোনো বাধা নেই।
এর আগে দেশটির নিরাপত্তা বাহিনী ও ট্রাম্প সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ৫২ জন গ্রেফতার হয়েছে।
ভয়েস টিভি/এসএফ
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রধান কর্মকর্তা স্টেফানি গ্রিশাম ও হোয়াইট হাউজের সোশ্যাল সেক্রেটারি রিকি নিচেতা পদত্যাগ করেছেন।
ব্লুমবার্গ নিউজের এক খবরে বলা হয়, ট্রাম্পের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট পটিঙ্গার পদত্যাগ করেছেন।
সূত্র উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে ‘ক্যাপিটলে হামলা এবং বিক্ষোভকারীদের উস্কানি দেয়ায় হতাশ’ হয়ে তিনি পদত্যাগ করেছেন।
এদিকে হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মার্কিন কংগ্রেসের যৌথ সভায় প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হয়েছে। এতে আগামী ২০ জানুয়ারি শপথ নিতে তার আর কোনো বাধা নেই।
এর আগে দেশটির নিরাপত্তা বাহিনী ও ট্রাম্প সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ৫২ জন গ্রেফতার হয়েছে।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ