Printed on Wed May 25 2022 2:46:55 AM

পূজার ৯৭ চুমুয় বদলে গেল প্রেমে অবিশ্বাসী প্রভাস! (ভিডিও)

বিনোদন ডেস্ক
বিনোদনভিডিও সংবাদ
প্রেমে অবিশ্বাসী প্রভাস
প্রেমে অবিশ্বাসী প্রভাস
নতুন বছরের শুরুতেই ধামাকা নিয়ে হাজির হচ্ছেন বাহুবলীখ্যাত প্রভাস। তারই আগাম আভাস দিল অভিনেতার নতুন সিনেমার ট্রেলার। সিনেমার নাম রাধে শ্যাম, ট্রেলার প্রকাশ পেয়েছে ২০২১ এর শেষে।

রাধা কৃষ্ণ কুমারের পরিচালিত রোমান্টিক ঘরানার সিনেমা রাধে শ্যামে প্রভাসের নায়িকা পূজা হেগড়ে। সিনেমায় প্রভাসের নাম বিক্রমাদিত্য, যে কি না প্রেমে বা বিয়েতে বিশ্বাস করে না।

তবে ফ্লার্টিংয়ে এক্সপার্ট তিনি।

আর পূচা অভিনয় করছেন প্রেরণা চরিত্রে। ট্রেলারে দেখা যায়, বিক্রমাদিত্যের জীবনের সবটা পাল্টে দেবে প্রেরণা। আর এই পাল্টে দেয়ার প্রক্রিয়ার প্রেরণা হিসেবে ৯৭টা চুমু দিয়েছে বিক্রমাদিত্যকে।

সিনেমায় বিক্রমাদিত্য হলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতিষী, যে হাতের রেখা দেখে বলে দিতে পারে ভূত-ভবিষ্যতের সবটা।

যে বিক্রমাদিত্য সবার জীবনটাই নিমেষে পড়ে ফেলতে পারে, সে কতখানি সফল হবে নিজের মনের মানুষের মন পড়তে? প্রেরণা-বিক্রমাদিত্যের প্রেম কি ধ্বংস ডেকে আনবে? কিন্তু কেন?

প্রেম যখন ভাগ্যের সঙ্গে লড়াই করবে, তার ফল কী হবে? সেই নিয়েই এগোবে রাধে শ্যামের গল্প।

ভূষণ কুমার, ভামসি, প্রমোদের যৌথ প্রযোজনায় নির্মিত রাধে শ্যাম মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায়। এই রোমান্টিক ড্রামায় থাকছেন ভাগ্যশ্রী, মুরলি শর্মা, কুণাল রয় কাপুর, সচিন কেলকররাও।

২০২২-এর জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে এ সিনেমা।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, বলিউডের তিন খান আমির–শাহরুখ–সালমানকেও ছাড়িয়ে গেছেন প্রভাস। ছবিপ্রতি বাহুবলীর এই নায়ক নেন নেন ১০০ কোটি রুপিরও বেশি।

এবার শোনা গেল, পারিশ্রমিক নেয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়েছেন এই দক্ষিণী অভিনেতা। এই অভিনেতা সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’–এর জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।

এর মধ্য দিয়ে ভারতের সবচেয়ে পারিশ্রমিক নেওয়া অভিনেতা হিসেবে নাম লেখালেন তিনি।

প্রভাসের পুরো নাম উপ্পলপতি ভেঙ্কট সূর্যনারায়ণ প্রভাস রাজু। ১৯৭৯ সালের ২৩ অক্টোবর তার জন্ম। মূলত তেলুগু সিনেমার অভিনেতা তিনি।

২০০২ সালের তেলেগু অ্যাকশন ড্রামা ‘ঈশ্বর’ সিনেমার মধ্য দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। ‘মিরচি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে সম্মানজনক নন্দী অ্যাওয়ার্ড লাভ করেন।

তিনিই প্রথম দক্ষিণ ভারতীয় অভিনেতা যার মোমের মূর্তি স্থান পেয়েছে মাদাম তুসোর জাদুঘরে।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/65912
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ