Printed on Sat May 28 2022 7:10:48 PM

১৬ বছরের ছোট তরুণীর প্রেমে হৃতিক!

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
প্রেমে হৃতিক
প্রেমে হৃতিক

বলিউড সুপারস্টার হৃতিক রোশন জীবনের ৪৮তম বছর পার করেছেন। আর ২২ বছর কেটে গেলো বলিউডে। আশির দশকে শিশুশিল্পী হিসেবে শুরু সিনেমায়। ২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক।


অভিষেকের বছর ফ্যাশন ডিজাইনার সুজান খানের সঙ্গে শুরু করেছেন দাম্পত্য জীবন। তাদের সংসার আলো করে এসেছে দুই সন্তানও। দীর্ঘ ১৪ বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদও হয়েছে হৃতিক-সুজানের।


এবার হৃতিক রোশান মজেছেন তার ১৬ বছরের ছোট এক তরুণীর প্রেমে। সেই তরুণীর নাম সাবা আজাদ।


জানা গেছে, সম্প্রতি এক রাতে সাবা আজাদের সঙ্গে রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছেন হৃতিক। সেখান থেকে হাত ধরে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা। মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে তাদের সেই ছবি। মাস্ক পরে থাকায় প্রথমে তরুণীকে কেউ চিনতে পারেনি। কিন্তু পরক্ষণেই তার আসল পরিচয় বেরিয়ে এসেছে।


ছবিতে দেখা যায় হৃতিক পড়েছেন একটি টি-শার্টের উপরে নীল জ্যাকেট। পরণে একটি খাঁকি প্যান্ট। মাস্কে মুখে ঢাকা। এদিকে তরুণীটির পরণে কালো টি-শার্ট আর খাঁকি প্যান্ট। মুখ কালো মাস্কে ঢাকা। দুজন দুজনের হাত ধরে আছেন।


বলিউডের তরুণ অভিনেত্রী সাবা আজাদ। ইতোমধ্যে অভিনয় করেছেন বেশ কয়েকটি ওয়েব সিরিজে। কিছুদিন যাবত তার সঙ্গেই হৃতিক মেলামেশা করছেন বলে গুঞ্জন উঠেছে।


হৃতিকের এক ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হৃতিক সবসময় ব্যক্তিগত জীবনের খবরাখবর গোপন রাখতে চান। এ কারণে সাবা আজাদের বিষয়টিও প্রকাশ্যে আনতে চাইছেন না। তবে এবার হয়ত সেই সময় এসেছে। যদিও হৃতিক কিংবা সাবা আজাদ কেউই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।


ভয়েসটিভি/আরকে
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/65094
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ