Printed on Thu Dec 02 2021 9:26:38 PM

দুই যুগ পর ফুটলো শবফুল, বাতাসে ছড়াচ্ছে পচা মাংসের গন্ধ

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব
ফুটলো শবফুল
ফুটলো শবফুল
সুবাস নয়, এ ফুল পরিচিত তার দেহের দুর্গন্ধের জন্য। এর পোশাকি নাম কর্পস ফ্লাওয়ার বা শবফুল। এই ফুলের গন্ধ পচা মানবদেহের মতো। তারপরও প্রতিদিন হাজার হাজার মানুষ একবার তার কাছে যেতে চায়।

আকার ও আকৃতির অবয়বে এই ফুলের আর এক নাম পেনিস প্ল্যান্ট। এই বিরল প্রজাতির ফুল প্রস্ফুটিত হলে প্রথম দৃষ্টিতে দেখলে মনে হবে একটি পেনিস। এ কারণেই সম্ভবত গাছের নামকরণ করা হয়েছে পেনিস প্ল্যান্ট।নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অব লেইডেনের বোটানিক্যাল গার্ডেনে ২৪ বছর পর ফুটেছে বিরল প্রজাতির পেনিস প্ল্যান্ট। ফুলটি লম্বায় প্রায় সাড়ে ছয় ফুট। এর আগে ১৯৯৭ সালে লেনডেন হটার্স বোটানিক্যাল গার্ডেনে পেনিস প্ল্যান্ট ফুলটি ফোটার খবর পাওয়া যায়।

পেনিস প্ল্যান্ট বিরল প্রজাতির একটি গাছ এবং এতে একবার ফুল ফুটতে ২০ বছর বা তারও বেশি সময় লাগতে পারে। চুরুটের মতো গাছের আকার এবং অস্বাভাবিক গঠনের ফুলের কারণে এটি পেনিস প্ল্যান্ট হিসেবে পরিচিত। তবে এর বৈজ্ঞানিক নাম আমোরফোফ্যালাস ডেকাস-সিলভি। লেইডেনের বোটানিক্যাল গার্ডেনের ওয়েবসাইটে বলা হয়েছে, ইউরোপের ইতিহাসে এ নিয়ে মাত্র তৃতীয়বারের মতো পেনিস প্ল্যান্ট গাছে ফুল ফোটার ঘটনা ঘটল।

ইন্দোনেশিয়া ও জাভা অঞ্চল এই গাছের আদি উৎপত্তিস্থল। নির্দিষ্ট পরিবেশ দরকার হয় বলে গাছটির পরিচর্যা করা অত্যন্ত কঠিন। আর কোনোভাবে গাছের পরিচর্যা করা গেলেও ফুল ফোটার ঘটনা খুবই বিরল। এই গাছ দর্শনীয় হলেও এর ফুলের গন্ধ পচা মাংসের মতো।

ভয়েসটিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/57449
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ