Printed on Sun Jan 29 2023 8:10:36 PM

ফের ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
শিক্ষাঙ্গন
ফের
ফের
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে হবার পরেও তিন দফা দাবি বাস্তবায়িত না হওয়ায় ফের মহাসড়ক অবরোধ করেছে তারা।

১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৫টার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক আবার অবরোধ করে সেখানে বিক্ষোভ শুরু করেছেন।

এর ফলে বরিশাল থেকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, কুয়াকাটাসহ দক্ষিণের জেলাগুলোর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর আগে বিকেল ৫টায় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। পরে মহাসড়ক আটকে শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল সমাবেশ অব্যহত রেখেছে। সন্ধ্যার পর শিক্ষার্থীরা সড়কে মশাল মিছিল বের করে। ফলে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এবং খয়রাবাদ সেতুর দুই পাশে কয়েকশত পরিবহন আটকে আছে। শুধু রোগী পরিবনের যানগুলোকে ওই সড়ক পার হতে দিচ্ছেন শিক্ষার্থীরা। তাদের পাশেই পুলিশ প্রশাসন অবস্থান করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শুক্রবার সন্ধ্যার পরেও কিছু সময় অবরোধ চলবে। এরপর রাতে তা শিথিল করা হবে। আগামীকাল শনিবার সকাল আটটা থেকে পুনরায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু হবে। যত দিন পর্যন্ত হামলাকারীদের আসামি করে মামলা দায়ের না হবে এবং তিন দফা দাবি আদায় না হবে, তত দিন এই অবরোধ চলবে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/36504
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ