Printed on Sat Jan 28 2023 7:18:43 AM

ফের উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ব
ফের উত্তপ্ত
ফের উত্তপ্ত
আবারো উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে আলোচনা ব্যর্থ হলে ‘অতিরিক্ত পদক্ষেপের’ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকির বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।

জেন সাকি বলেন, ইরানের পরমাণু সংক্রান্ত আলোচনা ব্যর্থ হলে প্রেসিডেন্ট বাইডেন সেক্ষেত্রে তার স্টাফদের প্রস্তুত থাকার নির্দেশ দেন এবং তিনি বলেন, এ ক্ষেত্রে আমরা অবশ্যই অন্য বিকল্প পদক্ষেপ গ্রহণ করবো। আমাদের কোনো পছন্দ না থাকলেও আমরা অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করবো।

ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে সর্বশেষ দফার আলোচনা গত সপ্তাহে শুরু হয়েছে। এ বছরের গোড়ার দিকে ইরানের পরমাণু সংক্রান্ত আলোচনার অগ্রগতি থেমে যাওয়ায় এতে অংশগ্রহণ করা পশ্চিমা দেশগুলো তেহরানকে দায়ী করায় ৩ ডিসেম্বর এ আলোচনায় ভাটা পড়ে।

এদিকে ৭ ডিসেম্বর নতুন করে ইরানের আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/60663
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ