Printed on Sat Sep 25 2021 8:37:18 AM

ফের বিয়ে করলেন সালমান শাহর স্ত্রী সামিরা

নিজস্ব প্রতিবেদক
বিনোদনভিডিও সংবাদ
ফের বিয়ে
ফের বিয়ে
ঢাকাইয়া সিনেমার অকাল প্রয়াত নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক। সালমান শাহ’র জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় ছিল স্ত্রী সামিরা। রহস্যময়ী এই নারীকে নিয়েও তাইতো আগ্রহ আর কৌতুহলের শেষ নেই। সবশেষ তাকে নিয়ে নতুন খবর জানা গেল। ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে আবারো বিয়ে করেছেন। তিন সন্তানের জননী সামিরার এটা তৃতীয় বিয়ে ।

অমর নায়ক সালমান শাহের মৃত্যুর পর স্ত্রী সামিরাকে বিয়ে করেন সালমানের বন্ধু মোশতাক ওয়াইজ। এক পুত্র ও দুই কন্যা নিয়ে সুখেই ছিলেন দম্পতি মোশতাক-সামিরা। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। ভেঙে যায় তাদের সংসার।

সামিরার তৃতীয় বিয়ের বিষয়ে দ্বিতীয় স্বামী মোশতাক ওইয়াজ জানিয়েছেন দু'জনের সম্মতিতেই ২১ জুন আমাদের তালাক কাযক্রর হয়েছে। ১৫ জুন সে আবার বিয়ে করেছে বলে খবর পাই। এ বিচ্ছেদ আমাদের এক পুত্র ও দুই কন্যা সন্তানের উপর কোন প্রভাব ফেলবে না।’

এদিকে সামিরা তার তৃতীয় বিয়ের বিষয়ে ণমাধ্যমকে বলেন, ‘সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী। অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।

জানা গেছে, সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। গেল ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে সামিরা ইশতিয়াকের বাসাতেই থাকছেন। তাদের তিন সন্তান সামিরার সঙ্গেই থাকেন। তারা শুক্রবার বাবার বাসায় যায়।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/51258
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ