ফের মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার


আবারও একটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
জাপানের কোস্টগার্ড সোমবার সকালে নিশ্চিত করেছে এ তথ্য।
তারা বলছে, পিয়ংইয়ং তাদের অস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরীক্ষা চালানোর পর জাতিসংঘের নিন্দার মুখে পড়েছে উত্তর কোরিয়া।
কিন্তু তাতে কর্ণপাত করছেন না দেশটির নেতা কিম জং উন।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ‘শনাক্ত করা যায়নি এমন একটি প্রোজেক্টাইল’ ছুড়েছে উত্তর কোরিয়া। সেটি দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে সমুদ্রে পড়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি জাপান ও দক্ষিণ কোরিয়া।
চলতি বছরের শুরু থেকে বেশ কয়েকটি মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে দেশটির নেতা কিম জং উন জানান, তার দেশ সফলভাবে একটি হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে।
শুক্রবার একটি ট্রেন থেকে দু’টি মিসাইলে ছোড়ে উত্তর কোরিয়া।
ব্যালিস্টিক অস্ত্র পরীক্ষায় পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায়, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কারণে তারা পরীক্ষা চালাচ্ছে।
ওয়াশিংটনের বিরুদ্ধে 'সংঘাতমূলক পদ্ধতির' অভিযোগও করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতেও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে ছাড় পেতে অস্ত্রের পরীক্ষা চালানোর মধ্য দিয়ে নিজের পুরোনো কৌশলে ফিরে যাচ্ছেন কিম।
জাপানের কোস্টগার্ড সোমবার সকালে নিশ্চিত করেছে এ তথ্য।
তারা বলছে, পিয়ংইয়ং তাদের অস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরীক্ষা চালানোর পর জাতিসংঘের নিন্দার মুখে পড়েছে উত্তর কোরিয়া।
কিন্তু তাতে কর্ণপাত করছেন না দেশটির নেতা কিম জং উন।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ‘শনাক্ত করা যায়নি এমন একটি প্রোজেক্টাইল’ ছুড়েছে উত্তর কোরিয়া। সেটি দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে সমুদ্রে পড়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি জাপান ও দক্ষিণ কোরিয়া।
চলতি বছরের শুরু থেকে বেশ কয়েকটি মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে দেশটির নেতা কিম জং উন জানান, তার দেশ সফলভাবে একটি হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে।
শুক্রবার একটি ট্রেন থেকে দু’টি মিসাইলে ছোড়ে উত্তর কোরিয়া।
ব্যালিস্টিক অস্ত্র পরীক্ষায় পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায়, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কারণে তারা পরীক্ষা চালাচ্ছে।
ওয়াশিংটনের বিরুদ্ধে 'সংঘাতমূলক পদ্ধতির' অভিযোগও করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতেও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে ছাড় পেতে অস্ত্রের পরীক্ষা চালানোর মধ্য দিয়ে নিজের পুরোনো কৌশলে ফিরে যাচ্ছেন কিম।
সর্বশেষ সংবাদ