Printed on Wed May 25 2022 8:15:54 PM

১৬৫ কোটি আয় করেও প্রভাসের ‘রাধে শ্যাম’ ফ্লপের পথে!

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
ফ্লপের পথে
ফ্লপের পথে

দক্ষিণী তারকা অভিনেতা প্রভাসের সিনেমা মানেই হিট। সম্প্রতি মুক্তি পাওয়া প্রভাস অভিনীত সিনেমা ‘রাধে শ্যাম’-নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহের কমতি নেই। তবে ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর ছবিটি ফ্লপের পথে।


গেলো ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ছবিটি মুক্তির দিনেই বক্স অফিসে দারুণ সংগ্রহ করেছে। সিনেমাটি মুক্তির দিনেই ৭৯ কোটি রুপি সংগ্রহ করেছে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।


ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, চার দিনে বক্স অফিসে ১৬৫ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে প্রভাসের ‘রাধে শ্যাম’। প্রথম সপ্তাহে ২০০ কোটি রুপির বেশি সংগ্রহ করবে বলেও আশা প্রকাশ করেছে বাণিজ্য বিশ্লেষকরা।


হিসেব বলছে, শুক্রবার ৭৯ কোটি, শনিবার ৪০ কোটি, রোববার ৩২ কোটি, সোমবার ১৪.১৮ কোটি রুপি; সর্বমোট ১৬৫.১৮ কোটি রুপি আয় হয় সিনেমাটির।


আরও পড়ুন: ‘রাধে শ্যাম’ সিনেমার সমালোচনা সইতে না পেরে প্রভাসের অনুরাগীর আত্মহত্যা

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, এ সিনেমার বাজেট প্রায় ৩০০ কোটি রুপি। আর বিভিন্ন খবরে প্রকাশ, এ সিনেমায় প্রভাস পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। খরচ তুলতে হলে এ সপ্তাহে আরও বেশি সংগ্রহ করতে হবে।


তবে এ সিনেমার বক্স অফিস সংগ্রহ খুবই হতাশাজনক বলে জানাচ্ছে বিনোদনভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা।


এক দশক পর রোমান্টিক সিনেমায় দেখা গেল প্রভাসকে। সবশেষ সিনেমাগুলোতে প্রভাসকে অ্যাকশন দৃশ্যে দেখা গেছে আর রোমান্টিক দৃশ্যে সবশেষ দেখা গেছে ‘মিস্টার পারফেক্ট’ সিনেমায়। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডার্লিং’ সিনেমায় লাভার বয় হিসেবে দেখা যায় প্রভাসকে।


‘রাধে শ্যাম’ বহুভাষিক সিনেমা। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার এবং পরিবেশন করছেন গুলশান কুমার ও টি-সিরিজ।


ইউভি ক্রিয়েশনসের ব্যানারে এটি নির্মাণ হচ্ছে। সিনেমার কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন প্রভাস ও পূজা হেজ। সিনেমাটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, বামসি ও প্রমোদ।


ছবিটিতে প্রভাসের সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন পূজা হেজ। এ সিনেমায় আরও অভিনয় করেছেন ভাগ্যশ্রী পতবর্ধন, শচীন খেরেকার ও মুরালি শর্মাসহ অনেকে।


ভয়েসটিভি/আরকে
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/70081
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ