বঙ্গবন্ধু মেডিক্যালে আগুন, ২০ মিনিটে নিয়ন্ত্রণে


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৭ তলা ভবনের ১৪ তলার ডি-ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়স্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা এরশাদ হোসেন।
সোমবার সন্ধ্যা ৬টা ২১ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস থেকে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ৬টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, আগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতহতের খবর পাওয়া যায়নি।
বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা ২১ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস থেকে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ৬টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, আগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতহতের খবর পাওয়া যায়নি।
বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
সর্বশেষ সংবাদ