বছরের মাঝামাঝিতে এসএসসি-এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী


চলতি বছরের মাঝামাঝি সময়ে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১৩ ফেব্রুয়ারি রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা কবে হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এটি অবশ্যই অতিমারির গতি-প্রকৃতির ওপর নির্ভর করবে। সংক্ষিপ্ত সিলেবাস ইতোমধ্যে দিয়ে দিয়েছি। সেটা কতদিনে করাতে পারবো তার ওপর নির্ভর করবে। আমরা আশা করছি বছরের মাঝামাঝিতে হয়তো নিতে (এসএসসি-এইচএসসি পরীক্ষা) পারবো।’
মহামারির আগে সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা হতো। তবে মহামারির কারণে গত বছর এইচএসসি পরীক্ষা হয় নভেম্বরে।
এ সময় উচ্চ শিক্ষায় বিশ্ববিদ্যালয়ে অনার্সে দ্বিতীয়বার শিক্ষার্থী ভর্তির সুযোগ দিতে আহবান জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, শিক্ষার্থীদের জন্য এই সুযোগ যদি বাড়াই, তাতে তো অসুবিধা নেই। আপনি যে মেধার শিক্ষার্থী নেবেন, আপনি তো সেই মেধার শিক্ষার্থীই নিচ্ছেন। আপনি তো তার থেকে মেধার মান কমিয়ে নিচ্ছেন না। যদি একাধিক সুযোগ দিয়ে একই মেধার শিক্ষার্থীরকে নেন, তাহলে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আপত্তি থাকা উচিত না। আমরা যেমন কারিগরি শিক্ষার ক্ষেত্রে বয়সের যে বাধা ছিল, সেটাও তুলে দিয়েছি।’
ভয়েসটিভি/আরকে