Printed on Tue Nov 30 2021 8:53:43 AM

বছরের শুরুতেই নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
শিক্ষাঙ্গনজাতীয়
বছরের শুরুতেই
বছরের শুরুতেই
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা মহামারির কারণে আগামী বছর পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব না হলেও বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে ।

এইচএসসি পরীক্ষা নিয়ে ১৮ নভেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বই উৎসব নিয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, আমরা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি। এবারও তার ব্যত্যয় হবে না। বছরের শুরুতে নতুন বই পাবে শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী বলেন, (করোনার কারণে) গত বছর পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হয়নি, এবারও হয়তো পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হবে না।

মুদ্রণ শিল্প সমিতির পক্ষ থেকে জানানো হয় এখনও ৭০ ভাগ বই ছাপানো হয়নি- এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বছরের শেষে এখনও সময় আছে। এই সময়ে ছাপানোর কাজ শেষ হবে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/58777
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ