যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৮


যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশের ধারণা, নিহত লোকজনের মধ্যে বন্দুকধারীও আছেন। নিজের গুলিতেই মারা যান তিনি। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
পুলিশের মুখপাত্র জিনে কুক সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বহুজাতিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফেডেস্কের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সেখান থেকে হতাহত লোকজনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম উইশ-টিভিকে ফেডেক্সের কর্মী জেরেমিয়াহ মিলার বলেন, তিনি এক বন্দুকধারীকে গুলি করতে দেখেন। আতঙ্কিত হয়ে তিনি সঙ্গে সঙ্গে নিচে শুয়ে পড়েন।
জিনে কুক বলেন, বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছেন।
কুক জানান, স্থানীয় সময় রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তখন সেখানে গুলি চলছিল। এরপরও নির্দ্বিধায় ভেতরে প্রবেশ করেন পুলিশ কর্মকর্তারা।
তিনি বলেন, আমরা গুলিবিদ্ধ আটজনকে শনাক্ত করেছি, যারা ঘটনাস্থলেই মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা হামলাকারীকে একটি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালাতে দেখেছেন।
ভয়েস টিভি/এসএফ
পুলিশের মুখপাত্র জিনে কুক সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বহুজাতিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফেডেস্কের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সেখান থেকে হতাহত লোকজনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম উইশ-টিভিকে ফেডেক্সের কর্মী জেরেমিয়াহ মিলার বলেন, তিনি এক বন্দুকধারীকে গুলি করতে দেখেন। আতঙ্কিত হয়ে তিনি সঙ্গে সঙ্গে নিচে শুয়ে পড়েন।
জিনে কুক বলেন, বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছেন।
কুক জানান, স্থানীয় সময় রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তখন সেখানে গুলি চলছিল। এরপরও নির্দ্বিধায় ভেতরে প্রবেশ করেন পুলিশ কর্মকর্তারা।
তিনি বলেন, আমরা গুলিবিদ্ধ আটজনকে শনাক্ত করেছি, যারা ঘটনাস্থলেই মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা হামলাকারীকে একটি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালাতে দেখেছেন।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ