Printed on Sat Nov 27 2021 4:41:27 PM

বন্যার পাশাপাশি ভাঙছে নদী, দিশেহারা মানুষ

লালমনিরহাট প্রতিনিধি
সারাদেশভিডিও সংবাদ
বন্যার পাশাপাশি
বন্যার পাশাপাশি
লালমনিরহাট : দেশের অন্যান্য এলাকার মতো লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বন্যার পাশাপাশি নদীভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। খাবার, বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছে তারা। রয়েছে গবাদি পশুর খাবারের সংকটও

তিস্তার পানি কমে যাওয়ায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। সদর উপজেলার চর গোকুন্ডা, আদিতমারীর কুটিরপাড়, চন্ডিমারী, দক্ষিণ বালাপাড়া, কালীগঞ্জের শৈলমারী চর, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, সিন্দুর্না, ডাউয়াবাড়ি ও গড্ডিমারীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনে জেলার শতাধিক বসতবাড়ি তিস্তার গর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে পড়েছে কয়েকশ ঘরবাড়ি, স্থাপনা ও ফসলি জমি।

ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তাপাড়ের মানুষের।


ভয়েস টিভি/লালমনিরহাট প্রতিনিধি/ডিএইচ


যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/8896
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ