Printed on Thu Dec 02 2021 4:03:16 PM

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সুনামগঞ্জ প্রতিনিধি
সারাদেশভিডিও সংবাদ
বন্যা পরিস্থিতি
বন্যা পরিস্থিতি
সুনামগঞ্জ : সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ভোগান্তিতে রয়েছেন কয়েক লাখ মানুষ। উজানের ঢলে সুরমা ও চলতি নদী পানি বেড়ে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার একাধিক  মানুষ তৃতীয়বারের মতো বন্যা দুর্গত হয়ে পড়েছে।

বানের পানি তাদের ঘরবাড়িতে ঢুকে পড়ায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। এসব গ্রামের লোকজন গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন। প্রতিটি বাড়িতে বন্যার পানি উঠে গেছে।

 

ভয়েসটিভি/সুনামগঞ্জ প্রতিনিধি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/8687
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ