Printed on Wed Dec 01 2021 2:49:38 PM

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক
সারাদেশভিডিও সংবাদ
বন্যা পরিস্থিতির উন্নতি
বন্যা পরিস্থিতির উন্নতি
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ফলে জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বানভাসিদের দুর্ভোগ কমেনি।

৪ আগস্ট মঙ্গলবার সকালে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৫ সেন্টিমিটার ও ধরলার পানি কুড়িগ্রাম ব্রিজ পয়েন্টে ১৪ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার ৫৬টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষ দুর্ভোগে রয়েছেন।

বিভিন্ন উঁচু স্থানে ও রাস্তায় আশ্রিতরা বাড়িতে ফিরতে শুরু করলেও এখনও তাদের বাসস্থান থাকার উপযোগী হয়নি। দফায় দফায় বন্যার কারণে গবাদি পশুর খাদ্য সংকট ও রোগ ব্যাধি নিয়ে বিপাকে পড়েছে বানভাসিরা।ভয়েস টিভি/কুড়িগ্রাম প্রতিনিধি/ডিএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/9308
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ