Printed on Thu Dec 02 2021 3:59:41 PM

বিয়ের ছয় মাস পরই মা হলেন বলিউড অভিনেত্রী এভলিন

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
বলিউড অভিনেত্রী
বলিউড অভিনেত্রী
চলতি বছরের ১৫ মে দীর্ঘদিনের প্রেমিক তুশান ভিন্দিকে বিয়ে করেন বলিউডের উঠতি অভিনেত্রী এভলিন শর্মা। বিয়ের ছয় মাস পরই কন্যাসন্তানের মা হলেন এ অভিনেত্রী। সামাজিকমাধ্যমে এ সুখবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

ইতোমধ্যে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত এ অভিনেত্রী ১২ নভেম্বর তার কন্যাসন্তান জন্ম দেয়। মা-মেয়ের ছবি যুক্ত করে নিজ কন্যার নামও জানিয়েছেন।  মেয়ের নাম রেখেছেন আভা রানিয়া ভিন্দি।

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে এভলিন ক্যাপশন জুড়েছেন, ‘আভা ভিন্দির মা হওয়ায় আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা।’

চলতি বছরের ১৫ মে ঘরোয়া আয়োজনের মাধ্যমে দীর্ঘদিনের প্রেমিক তুশানকে বিয়ে করেন এভলিন। তবে এ যুগল আংটিবদল করেছিলেন ২০১৯ সালের অক্টোবরে।

বিয়ের পর জুলাই মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন এভলিন। বলেছিলেন, তিনি ও তার স্বামী প্রথম সন্তানের অপেক্ষা করছেন।

ভয়েসটিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/59128
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ