চলতি বছর নতুনভাবে আসছে যেসব বলিউড সিনেমা


চলতি বছর বেশ কিছু বলিউড সিনেমা নতুনভাবে আসছে। বিগত বছর গুলোতে বল্কবাষ্টার তকমা পাওয়া সিনেমাগুলো নতুন কিস্তি নিয়ে হাজির হবে। মুক্তির অপেক্ষায় থাকা জনপ্রিয় সে সিনেমাগুলোর সিকুয়্যাল নিয়েই থাকছে এ প্রতিবেদন-
এক ভিলেন রিটার্নস, ২০১৪ সালের হিট ছবি ছিল এক ভিলেন। রোমান্টিক থ্রিলার ঘরানার এই ছবি দিয়ে মাত করেছিলেন পরিচালক মোহিত সুরি। গত বছরই জানা যায়, লকডাউনের পর এক ভিলেন রিটার্নস-এর শুটিং শুরু করে দিয়েছেন মোহিত। তবে আগের এক ভিলেন-এর সিদ্ধার্থ-শ্রদ্ধা বা রিতেশ কেউই থাকছেন না। তাদের বদলে দেখা যাবে জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানিকে। চলতি বছরের ৮ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
ভুলভুলাইয়া-২,২০০৭ সালে প্রিয়দর্শন পরিচালিত ভুলভুলাইয়া ঝড় তুলেছিল বক্স অফিসে। এই কমেডি-হরর ছবিতে মজেছিল দর্শক থেকে শুরু করে ছবি সমালোচকরাও। প্রধান চরিত্রে ছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালানসহ শাইনি আহুজা, চলতি বছরের মার্চে মুক্তি পেতে চলেছে 'ভুলভুলাইয়া-২'। এবার পরিচালক আনিস বাজমি। কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানিকে। বিশেষ চরিত্রে থাকছেন টাবু।
হিরোপান্তি-২, ২০১৪ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল টাইগার শ্রফ এবং কৃতি শ্যাননের প্রথম ছবি ‘হিরোপান্তি’। আট বছর পর ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা তৈরি করতে চলেছেন এই ছবির সিক্যুয়েল 'হিরোপান্তি ২'। সিনেমায় টাইগার থাকলেও কৃতির পরিবর্তে দেখা যাবে তারা সুতারিয়াকে। ভিলেনের ভূমিকায় থাকবেন মেগাস্টার নওয়াজউদ্দিন সিদ্দিকি। ২৯ এপ্রিল মুক্তির দিন ঠিক করা হয়েছে ছবিটির।
বাধাই দো ২, ২০১৮ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সিনেমায় নিনা গুপ্তা, গজরাজ রাও, আয়ুষ্মান খুরানা এবং সানিয়া মালহোত্রা অভিনয় করে বক্স অফিসে রেকর্ড গড়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আসতে চলেছে এই ছবির সিকুয়্যাল। তবে এবার কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও এবং ভূমি পেডনেকরকে। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ফেব্রুয়ারির হলে মুক্তি পাবে ‘বাধাই দো’।
গাদার ২, ম্যায় নিকলা গাড্ডি লেকে'— ২০ বছর আগের গানটি এখনও মুখে মুখে। দু দশক পেরিয়ে ফের একবার দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তারা সিং ওরফে সানি দেওল এবং সাকিনা ওরফে আমিশা প্যাটেল। গাদার টু পুরনো আমেজ নিয়েই হাজির হচ্ছে। তারা ও সাকিনার বেশেই দেখা যাবে দুজনকে। আগের পর্বে পাওয়া গিয়েছিল দেশভাগের প্রেক্ষাপটে একটি ক্লাসিক প্রেমের গল্প। নতুন ছবির কাহিনির প্রেক্ষাপট হবে ৭১। বছরের শেষভাগে মুক্তি পাবে এ বলিউড সিনেমা ।
ভয়েস টিভি/ডি
এক ভিলেন রিটার্নস, ২০১৪ সালের হিট ছবি ছিল এক ভিলেন। রোমান্টিক থ্রিলার ঘরানার এই ছবি দিয়ে মাত করেছিলেন পরিচালক মোহিত সুরি। গত বছরই জানা যায়, লকডাউনের পর এক ভিলেন রিটার্নস-এর শুটিং শুরু করে দিয়েছেন মোহিত। তবে আগের এক ভিলেন-এর সিদ্ধার্থ-শ্রদ্ধা বা রিতেশ কেউই থাকছেন না। তাদের বদলে দেখা যাবে জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানিকে। চলতি বছরের ৮ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
ভুলভুলাইয়া-২,২০০৭ সালে প্রিয়দর্শন পরিচালিত ভুলভুলাইয়া ঝড় তুলেছিল বক্স অফিসে। এই কমেডি-হরর ছবিতে মজেছিল দর্শক থেকে শুরু করে ছবি সমালোচকরাও। প্রধান চরিত্রে ছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালানসহ শাইনি আহুজা, চলতি বছরের মার্চে মুক্তি পেতে চলেছে 'ভুলভুলাইয়া-২'। এবার পরিচালক আনিস বাজমি। কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানিকে। বিশেষ চরিত্রে থাকছেন টাবু।
হিরোপান্তি-২, ২০১৪ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল টাইগার শ্রফ এবং কৃতি শ্যাননের প্রথম ছবি ‘হিরোপান্তি’। আট বছর পর ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা তৈরি করতে চলেছেন এই ছবির সিক্যুয়েল 'হিরোপান্তি ২'। সিনেমায় টাইগার থাকলেও কৃতির পরিবর্তে দেখা যাবে তারা সুতারিয়াকে। ভিলেনের ভূমিকায় থাকবেন মেগাস্টার নওয়াজউদ্দিন সিদ্দিকি। ২৯ এপ্রিল মুক্তির দিন ঠিক করা হয়েছে ছবিটির।
বাধাই দো ২, ২০১৮ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সিনেমায় নিনা গুপ্তা, গজরাজ রাও, আয়ুষ্মান খুরানা এবং সানিয়া মালহোত্রা অভিনয় করে বক্স অফিসে রেকর্ড গড়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আসতে চলেছে এই ছবির সিকুয়্যাল। তবে এবার কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও এবং ভূমি পেডনেকরকে। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ফেব্রুয়ারির হলে মুক্তি পাবে ‘বাধাই দো’।
গাদার ২, ম্যায় নিকলা গাড্ডি লেকে'— ২০ বছর আগের গানটি এখনও মুখে মুখে। দু দশক পেরিয়ে ফের একবার দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তারা সিং ওরফে সানি দেওল এবং সাকিনা ওরফে আমিশা প্যাটেল। গাদার টু পুরনো আমেজ নিয়েই হাজির হচ্ছে। তারা ও সাকিনার বেশেই দেখা যাবে দুজনকে। আগের পর্বে পাওয়া গিয়েছিল দেশভাগের প্রেক্ষাপটে একটি ক্লাসিক প্রেমের গল্প। নতুন ছবির কাহিনির প্রেক্ষাপট হবে ৭১। বছরের শেষভাগে মুক্তি পাবে এ বলিউড সিনেমা ।
ভয়েস টিভি/ডি
সর্বশেষ সংবাদ