Printed on Sat Jul 02 2022 9:03:28 AM

এই ছোট্ট মেয়েটি এখন বলিউড কাঁপানো নায়িকা

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
বলিউড
বলিউড
ছবিতে ফোলা ফোলা গাল নিয়ে শান্ত ভাবে তাকিয়ে থাকা বছর তিন-চারেকের বাচ্চাটিকে চিনতে পারছেন? এই ছোট্ট মেয়েটিই এখন বলিউড কাঁপানো নায়িকা। তিনিই আবার আরেক বলিউড তারকার সন্তান এবং নবাব পরিবারের সদস্য। তবুও চিনতে পারছেন না!

তার আরও পরিচয় রয়েছে অনেক। ২০১৮ সালে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে একটি ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। কার্তিক আরিয়ানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডে। শেষ তাকে দেখা গিয়েছিল বরুণ ধবনের সঙ্গে ‘কুলি নম্বর ১’ ছবিতে। এখনো চিনতে পারছেন না তাকে?

ছবিতে এই ছোট্ট মেয়েটি আসলে বলিউড অভিনেত্রী সারা আলি খান। সারার পিসি অর্থাৎ সাইফের বোন সাবা আলি খান নায়িকার ছোটবেলার এই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

শুক্রবার একইভাবে সারার ভাই ইব্রাহিম আলি খানেরও ছোটবেলার একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি।সাবা নিজে ক্যামেরার সামনে বিশেষ আসেন না। তবে তার ইনস্টাগ্রামে চোখ রাখলে পাওয়া যায় পটৌডি পরিবারের অসংখ্য অদেখা ছবি। ভাই সাইফ আলি খানের সঙ্গে কাটানো শৈশব থেকে শুরু করে শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পটৌডির যৌবনকালের নানা মুহূর্ত সেখানে যত্নে সাজিয়েছেন তিনি।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/42709
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ