বহুল আলোচিত ‘সাহস’ সিনেমার পোস্টার রিলিজ


নারীর শিকল ভাঙার গল্প নিয়ে নির্মিত সাহস চলচ্চিত্রের পোস্টার প্রকাশ করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি সোমবার প্রকাশিত পোস্টারেই ফুটে উঠেছে নারীর বিদ্রোহী ও প্রতিবাদী সত্তার। মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সাহস’ এর সারকথা নারীর সাহসকিতা ও প্রতিবাদ।
শাপলা মিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান নীপা এন্টারপ্রাইজের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান; এটি তার প্রথম চলচ্চিত্র।
শাপলা মিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান নীপা এন্টারপ্রাইজের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান; এটি তার প্রথম চলচ্চিত্র। গত বছরের সেপ্টেম্বরে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ড মুক্তির অনুমোদনের বিষয়টি তখন ভয়েস টিভিকে নিশ্চিত করেছিলেন বোর্ডের সচিব মমিনুল হক।
গেল বছরেই শুটিং সম্পন্ন হয়েছে ‘সাহস’ এর। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। হইচই প্লাটফর্মে মুক্তি পাওয়া ‘মহানগর’ এর মলয় চরিত্রে অভিনয় করে দর্শক মনে স্থান করে নিয়েছেন তিনি।
এই তরুণ অভিনেতা জানান, ‘সাহস’ সিনেমাটি তাদের হৃদয়ের খুব কাছের। বহু মানুষের আন্তরিকতা আছে এই সিনেমাটি হয়ে উঠার পেছনে।
সিনেমাটি নিয়ে মুক্তির পরিকল্পনা জানতে চাইলে এই অভিনেতা জানান, নেটফ্লিক্সের কোয়ালিটি মাথায় রেখে আমরা ‘সাহস’ সিনেমাটি নির্মাণ করেছি। খরচ হয়েছে অনেক। ক্ষতি মেনে নিয়েই আমরা প্রথমে সিনেমা হলে আগে দেখাতে চাই। আমাদের দেশের সকল মানুষ সিনেমাটা দেখুক, যদি তাদের মধ্যে কিছুটা সাহসের সঞ্চয় হয়!
‘সাহস’ এ তার সহ-অভিনেত্রী নাজিয়া হক অর্ষার ভূয়সী প্রশংসা করে মোস্তাফিজুর নূর ইমরান বলেন, এই সিনেমার গল্পে অর্ষা সেন্ট্রাল লিড। আমার কাছে ইন্টারনেশনাল লেভেলের পারফর্মার সে। এতো দুর্দান্ত লেভেলের এক্টিং, দর্শক দেখলে বুঝতে পারবেন। আরেকজন আছেন আমাদের বাগেরহাটের কুন্তল বিশ্বাস, ও দারুণ অভিনয় করেছে এই সিনেমায়। ও আমার আবিস্কার। বলিউডের ‘মারদানি-২’ তে নতুন ছেলেটা যেরমক হাইপ তুলছিলো, এই ছবি রিলিজ হলে ও এরকম হাইপ তুলতে পারে। ছবিতে খায়রুল বাসার, মাহবুব তূর্যসহ বাকিরাও খুব দারুণ অভিনয় করেছেন।
সাহসের নির্মাতা সাজ্জাদ খান বলেন, ‘সিনেমায় আমি একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প দেখিয়েছি। সব বাধা পেছনে ফেলে সংগ্রামী নারী এগিয়ে যায়।’
এতে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরানসহ থিয়েটার রেপার্টরির ৩০ জনের বেশি তরুণ অভিনয়শিল্পী।
‘সাহস’ অর্ষার তৃতীয় চলচ্চিত্র। এর আগে ২০১৭ সালে মাশরুর পারভেজ পরিচালিত ‘রাইয়ান’ ও ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্পিতা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
চিত্র নায়িকা নাজিয়া হক অর্ষা লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ তৃতীয় রানার-আপ বিজয়ী। এই সিনেমায় মুক্তি চরিত্রে দেখা যাবে অর্ষাকে।
‘সাহস’ এর গল্পকার অনুপম দাস ও চিত্রনাট্যকার হাসানাত বিন মাতিন সহ এই সিনেমার চিত্রগ্রাহক নাজেরী সাগর। ‘সাহস’ এর এডিট আর কালার করেছেন মুস্তাফা প্রকাশ।
শাপলা মিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান নীপা এন্টারপ্রাইজের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান; এটি তার প্রথম চলচ্চিত্র।
শাপলা মিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান নীপা এন্টারপ্রাইজের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান; এটি তার প্রথম চলচ্চিত্র। গত বছরের সেপ্টেম্বরে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ড মুক্তির অনুমোদনের বিষয়টি তখন ভয়েস টিভিকে নিশ্চিত করেছিলেন বোর্ডের সচিব মমিনুল হক।

গেল বছরেই শুটিং সম্পন্ন হয়েছে ‘সাহস’ এর। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। হইচই প্লাটফর্মে মুক্তি পাওয়া ‘মহানগর’ এর মলয় চরিত্রে অভিনয় করে দর্শক মনে স্থান করে নিয়েছেন তিনি।
এই তরুণ অভিনেতা জানান, ‘সাহস’ সিনেমাটি তাদের হৃদয়ের খুব কাছের। বহু মানুষের আন্তরিকতা আছে এই সিনেমাটি হয়ে উঠার পেছনে।
সিনেমাটি নিয়ে মুক্তির পরিকল্পনা জানতে চাইলে এই অভিনেতা জানান, নেটফ্লিক্সের কোয়ালিটি মাথায় রেখে আমরা ‘সাহস’ সিনেমাটি নির্মাণ করেছি। খরচ হয়েছে অনেক। ক্ষতি মেনে নিয়েই আমরা প্রথমে সিনেমা হলে আগে দেখাতে চাই। আমাদের দেশের সকল মানুষ সিনেমাটা দেখুক, যদি তাদের মধ্যে কিছুটা সাহসের সঞ্চয় হয়!

‘সাহস’ এ তার সহ-অভিনেত্রী নাজিয়া হক অর্ষার ভূয়সী প্রশংসা করে মোস্তাফিজুর নূর ইমরান বলেন, এই সিনেমার গল্পে অর্ষা সেন্ট্রাল লিড। আমার কাছে ইন্টারনেশনাল লেভেলের পারফর্মার সে। এতো দুর্দান্ত লেভেলের এক্টিং, দর্শক দেখলে বুঝতে পারবেন। আরেকজন আছেন আমাদের বাগেরহাটের কুন্তল বিশ্বাস, ও দারুণ অভিনয় করেছে এই সিনেমায়। ও আমার আবিস্কার। বলিউডের ‘মারদানি-২’ তে নতুন ছেলেটা যেরমক হাইপ তুলছিলো, এই ছবি রিলিজ হলে ও এরকম হাইপ তুলতে পারে। ছবিতে খায়রুল বাসার, মাহবুব তূর্যসহ বাকিরাও খুব দারুণ অভিনয় করেছেন।
সাহসের নির্মাতা সাজ্জাদ খান বলেন, ‘সিনেমায় আমি একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প দেখিয়েছি। সব বাধা পেছনে ফেলে সংগ্রামী নারী এগিয়ে যায়।’

এতে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরানসহ থিয়েটার রেপার্টরির ৩০ জনের বেশি তরুণ অভিনয়শিল্পী।
‘সাহস’ অর্ষার তৃতীয় চলচ্চিত্র। এর আগে ২০১৭ সালে মাশরুর পারভেজ পরিচালিত ‘রাইয়ান’ ও ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্পিতা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

চিত্র নায়িকা নাজিয়া হক অর্ষা লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ তৃতীয় রানার-আপ বিজয়ী। এই সিনেমায় মুক্তি চরিত্রে দেখা যাবে অর্ষাকে।
‘সাহস’ এর গল্পকার অনুপম দাস ও চিত্রনাট্যকার হাসানাত বিন মাতিন সহ এই সিনেমার চিত্রগ্রাহক নাজেরী সাগর। ‘সাহস’ এর এডিট আর কালার করেছেন মুস্তাফা প্রকাশ।
সর্বশেষ সংবাদ